প্রতিটি সেই দিন সেদিন বান্দা কোনো পাপকাজ (গুনাহ) করে না সেই দিন তার ঈদের দিন : ইমাম আলী (আ.) ঈদ মানেই নিষ্পাপতা, পবিত্রতা ও নিজেকে উত্তম বান্দাতে শামিল করে নেয়া। তাইতো বলা হয় রোজাদারদের ঈদ অর্থাত যারা রোজা রাখেনি কিন্বা রমজান মাসে নিজেকে আল্লাহর দরবারে ও তার দস্তরখানে হাজির করতে পারেনি তাদের ঈদ হবে কিনা চিন্তার বিষয়। তবুও কুল্লু ইয়ামিন হুয়া ফি শান মানে খোদা প্রতি দিনে নতুন শানে থাকেন। তাই প্রত্যেক দিনই তওবা করে তার দিকে ফিরে যাওয়া সম্ভব। সে চেষ্টা করেই আমরা না হয় ঈদ পালন করি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদের খূশিতে গপীবদের ভুলে যাবেন না। তারাও আপনার দোয়া ও দয়ার ভিকারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।