প্রথম আলো পত্রিকায় বিগত সরকাররের আমলে বেগুন ও কাচা মরিচ নিয়ে যত লেখা লেখি হত তা আমার মনে হয়না কোন ছোট খাট রাজনৈতিক ব্যক্তিও তত রিপোর্ট হতে পেরেছে। রোজা আসলেই বেগুন প্রিয় প্রথম আলো পত্রিকা সহ বাআল পন্থি পত্রিকাগুলো বেগুন, কাচা মরিচ সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখে কান গরম রাখত সরকারী দলের। কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে নেই সেই বেগুনের খবর, আর না আছে কাচা মরিচের খবর। যে ব্যক্তি কাচা মরিচ নিয়ে গলা ফাটাতেন তিনিই বললেন পৃথিবীর কারো পক্ষে কাচা মরিচের দাম কমানো সম্ভব না; পত্রিকাটি ফলাও করে প্রকাশ করলো সেই খবর। কিন্তু বর্তমান অবস্থায় বেগুন কেনা সম্ভব হলেও সেই বেগুন দিয়ে কি বেগুনী বানিয়ে খাওয়া সম্ভব হচ্ছে রোজাদারদের? বেগুনের দাম আগোরায় ৮০টাকা ছিল যা নিয়ে রিপোর্ট হত কিন্তু বর্তমানে ৪০ টাকা আর তেলে দাম ৫৬টাকা থাকলেও বর্তমান তার দাম ১২২টা যা ছাড়া বেগুন পোড়া খাওয়া সম্ভব অন্যদিকে যা দিয়ে মাখবেন যার নাম ভেষণ/বেষণ যাই বলেন তার দাম আগের তুলনায় প্রায় তিনগুন। আবার এই সব পত্রিকাওয়ালারাই দাবি করেন তারা নাকি সমাজের দর্পন তা আমার প্রশ্ন তারা কি সমাজের কু-কর্মের দর্পণ নহেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।