আমাদের কথা খুঁজে নিন

   

রোজাদারদের জন্য রমজানের ছোট্র উপহার।

আমি আমার রব হিসাবে আল্লাহতায়ালাকে রাজি করাতে চাই। পবিত্র রমজান মাসই হচ্ছে নেকি কামানোর মাস যদিও ঈমানী দুর্ভলতার কারণে আমরা রমজানকেই অতিরিক্ত মুনাফা করে ব্যাবসা করার মাস হিসাবে বেচে নিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। রোজাদার ভাইদের জন্য একটি দরূদশরিফ পড়ার অনুরোধ করতেছি যার ফাজায়েল অনেক-----------------------। দরূদ: জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু।

(মোটামোটি অর্থঃ হে আল্লাহ আপনি আমার পক্ষ্য হতে মোহাম্মদ (সাঃ) এবং তাহার পরিবারবর্গের প্রতি উপকার পোছান। ) ফায়েদাঃ ১. যদি কোনো ব্যাক্তি এই দুরূদ একবার পাঠ করেন তাহলে ৭০ জন ফেরেস্তা ১০০০ দিন তার জন্য নেকি লেখতে লেখতে ক্লান্ত হয়ে যায়। ২. কোনো ব্যাক্তি এই দরূদশরীফ পড়ার সাথে সাথেই একদল ফেরেস্তা এই দরূদকে নবী (সাঃ) নিকট পাঠকারীর নাম বাপের নাম সহ পেশ করেন। এবং নবী (সাঃ ) নিজেও পাঠকারীর নাম বাপের নাম সহ এই দরূদের জবাব দেন। আল্লাহ আমাদের আমল করার তেীফিক দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।