আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের খুশি ও আমাদের বার্ষিক ভোগান্তির গল্প

ঈদ নিয়ে আসে প্রতিটি মুসলমানের মনে খুশির বারতা। বছরের সকল দুঃখ, কষ্ট ভুলে মানুষ অন্তত এই একটি দিনের জন্য তার আপনজন, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। সারা বছরের ক্লান্তিময়তাকে ভুলে সবাই চায় তার প্রিয় মানুষদের সাথে ঈদের সারাটি দিন আপন করে নিতে। শহর এলাকায় যারা থাকে, বা নিজ বাড়ি থেকে যারা বছরের বেশির ভাগ সময় দুরে থাকে তারা তীর্থের কাকের মত অপেক্ষা করে এই দিনটির জন্য। বাবা, মা, ভাই , বোন, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী,বন্ধুবান্ধব, আত্নীয় স্বজনদের সাথে ঈদের কয়েকটা দিন একটি উৎসবমুখর পরিবেশে কাটানোর আকাঙ্খায় প্রত্যেকটি ভাসমান নাগরিক ঈদের কয়েকদিন আগেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়।

কিন্তু তাদরে এই বাড়ি যাওয়া জন্ম দেয় আরেকটি ভোগান্তির গল্পের। ঈদের ঘরমুখো যাত্রীদের ভোগান্তির গল্প নতুন নয়। প্রতি বছর দুই ঈদের সময় একই রকম ভোগান্তির পুনরাভিনয় ঘটে। বাস, ট্রেনের টিকিট নাই, লঞ্চ, জাহাজে জায়গা নাই। তবে কোনভাবে যাত্রীগন এগুলোতে চড়তে পাড়লেও তারপর শুরু হয় সবচেয়ে বড় ভোগান্তি।

রাস্তা ঘাটের চরম বাজে অবস্থা, ট্রেনের বগি সংকট, আনফিট লঞ্চ ইত্যাদি। সবচেয়ে বড় ভোগান্তি হয় সড়ক পথে। চরম ভাংগা,চোরা রাস্তাঘাটে লাঘে অসহনীয় যানযট। মাত্র চার ঘন্টার পথ যেতে লাগে বার ঘন্টা। অনেকে পথেই তাদের ঈদের নামাজ সেড়ে ফেলেন বাধ্য হয়ে।

হায়রে বাড়ি যাওয়া। আবার ফিরে আসার গল্পটাও একই। প্রত্যেকবার আমাদের দেশের মন্ত্রীগন ঈদের পর রাস্তাঘাট উন্নয়নের মুলো ঝোলান। কিন্তু কথা হচ্ছে ঈদের পরই কেন বা আর কয়টা ঈদ গেলে তারা তাদের মুলো জনগনকে খাওয়াবেন? এর উত্তর হয়তো বা পাওয়া যাবে না কোন দিন। মুলোর আশায় বসে থাকতে হবে অনন্তকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.