কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... ১। রিক্সা দৌড়
২। টাকার পিছরে ফকিরদের দৌড়
৩। তিন চাকার বিয়ারিং দিয়ে বানানো ঠেলা গাড়ী দৌড়
৪। দ্রুত গাছে উঠা
৫।
নিজেকে আড়ালে রেখে যাওয়া
৬। লুকোচুরি
৭। কুতকুত
৮। বস্তা দৌড়
৯। চকলেট দৌড়
১০।
ধীরে হাটা
১১। কোন কিছু নির্দিষ্ট স্থানে না ফেলা প্রতিযোগিতা।
১২। গালাগালী প্রতিযোগিতা
১৩। পরনিন্দা
১৪।
অন্যের গল্প নকল করে বলা।
১৫। গ্রুপ ইভেন্টে গণ মিছিল এ কোনি মারা।
১৬। উল্টা হাটা।
১৭। হাত নিচে পা উপর করে হাটা।
১৮। টিকেট কালোবাজারী প্রতিযোগিতা
এই রকম আরো অনেক অনেক এখন মনে পড়ছে না আপনাদের মনে পড়লে বলতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।