মনের গহীন খাঁচে এক সাদা বক আটকে পড়ে আছে- মনে তার অনিমাষী অন্ধকার নরম পালক খঁসে গেছে কবে কিংবা সফেদ রঙে পড়েছে কালিমার প্রলেপ তবু তার দু’চোখে আগুন- শুধু আগুন- নিঃশ্বাসে বিষ বিচ্ছুরিত বিকিরনে অসম্ভব জ্বালা- এইসব রিনরিনে বেদনা অহরাত্রি অতিষ্ঠ করে চলেছে এই অষ্টাদশ শতাব্দীর পরেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।