আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন (প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি) মিথ্যা গল্পের বর্তমান সফেদ বিজ্ঞাপন

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আওয়ামিলীগ, বিএনপি, জামায়াত, জাপা সকলের আসল নকল সব ধরনের রুপ এদেশের মানুষের জানা, তথাপিও কিছু স্বার্থন্বেষী মহল, তাদের পত্রিকা, তাদের টিভি চ্যানেল তোষামোদী আহ্লাদে উপচে পড়ছে। বেহায়া কিছু সাংবাদিক, কিছু আমলা, কিছু বাটপার সমাজপতি তাদের ভবিষ্যত চুরির চক্রান্তে বর্তমানের মিথ্যাকে সত্যের চাদর দিয়ে ঢেকে দিচ্ছে, ঢেকে দিচ্ছে অপকর্মের কাজল রেখা আর ঢাকার চেষ্টা করছে অগনিত নিরীহ, নিঃষ্পাপ রক্ত লেখা। আমি জানি আমি উন্মাদ, পাগল তাও ভাল। কিন্তু সেই সমস্ত দেশপ্রেমিক আত্ব্যারা আজ কোন গোয়ালে তাদের গলার দড়িগুলোকে আটকে রেখেছেন। স্বার্থ আজ মুক্তিযোদ্ধা আর রাজাকার বলে শব্দগুলো লজ্জা দিচ্ছে। ভোটের ভিক্ষায় এলাকার ইমাম সাহেবও আজ রাজাকার নামে উপেক্ষিত, আর অগনিত স্বার্থন্বেষী রাজাকার নামি মুক্তিযোদ্ধা তৈলাক্তিত। অনুরোধ দেশের সন্মানবোধ সামান্যও যদি অন্তরে থাকে তবে কোন চোর বাটপারদের দলে নিজেদের ভোটটা দিবেন, হোক সে মুক্তিযোদ্ধা কিংবা রাজাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.