[sb]হিংসা হল এক ধরনের আগুন যা আপনি নিজের মনের মধ্যে জ্বালান আর ভাবেন পুরবে অন্যজন।
প্রতিটা মানুষই হিংসা করতে পারে,হিংসা করার জন্য সে তার উপকরন গুলো প্রকৃতি থেকে পায়। আমরা সাধারনত অন্যকে হিংসা করি। ভাবি যাকে হিংসা করছি সে ধংস হবে। কিন্তু আসলে হিংসা নামক যে আগুন টা সৃষ্টি করলাম তা আসলে নিজের মনেই করলাম এতে যদি ক্ষতি হয় তাহলে নিজেরই হবে অন্যের না।
কোন আগুনে যদি দায্য পদার্থ ঢেলে দেই তাহলে সে আগুন আরো বেশি জ্বলবে এবং এক পর্যায়ে তা নিয়ন্ত্রনের ্বাইরে যাবে যা আপনাকেই গ্রাস করতে পারে। হিংসাও ঠিক এমনি। আমরা হিংসা শুরু করি এবং এই বিষয়ে চিন্তা করি যা আগুনে তেল ঢালার শামীল। এতে আমরা নিজেদের ধংস নিজেরাই করি। আমাদের নবীজী বলেছেন,যার অন্তরে তিল পরিমান হিংসা আছে সে জান্নাতে প্রবেশ করতেপারবে না।
তাই আসুন আমরা হিংসা মুক্ত জীবন গড়ি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।