আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ---শুধু অস্ত্র হাতে ধরতে জানি ----তোমার ভয় নেই মা আমরা গুলাগুলি করতে জানি ---মায়ের কাছে চিঠি

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি প্রিয় মা ! মা গো ,আমরা বরারবই তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ছিলাম ! শুধু ছোট বেলায় দুষ্টামির জন্য মার খেয়েছি , কান মলা খেয়েছি । তারপর আমরা আর দুষ্টামি করিনি । মা আমরা আজ অনেক বড় হয়েছি । অনেক বড় ! যতটা বড় হলে দুনিয়া শুদ্দ মানুষ তাকিয়ে থাকে আমাদের দিকে । কেন আজ দেখনি পত্রিকার পাতায় আমাদের ছবি ছাপা হয়েছে সারা দেশের মানুষ আমাদের দেখেছে ।

মা টেলিভিশনেও আমাদের দেখিয়েছে । শুধু তুমি দেখলে না ; আমাদের গ্রামে ত মা বিদ্যুত নেই , ডিশ নেই দেখবে কি করে ? আর তুমি ত মা পড়তে জান না পত্রিকায় কি লেখা সেটাই বা কি করে বুঝবে ?? বাবা ও জানল না তার ছেলের ছবি আজ দেশের সব গুলো পত্রিকায় এসেছে ! জানবেই বা কি করে চাষা মানুষ সারদিন মাঠে কাজ করে । মা তুমি চিন্তা কর না , আমরা আজ অনেক শান্তি প্রিয় - অনেক শান্ত ছেলে ! দেখনা দেশের সব গুলো বিশ্ববিদ্যালয়ে আমাদের সুনাম । আমরা এখন এ দেশের সোনার ছেলে । মা ! তোমাকে ত একটা কথা বলাই হয়নি আর কিছু দিন বাদে তোমার শান্তি প্রিয় শান্ত ছেলেদের ছবি প্রতিদিন পত্রিকায় ছাপা হবে !!! পড়তে না পার কি হয়েছে দেখতে ত পাবে বাবাকে বল বাজার থেকে একদিন একটা পত্রিকা নিয়ে আসতে তাহলে দেখতে পাবে আমরা কত বড় হয়েছি !!আমরা এখন প্রতিদিন প্রতিদিন শিরোনাম হচ্ছি মা ! তুমি যদি জানতে তাহলে গর্বে তোমার বুক ভরে যেত এই সোনার ছেলেদের জন্য ।

মা অনেক কাজ আছে অন্য একদিন আরো খবর জানিয়ে তোমাকে লিখব ভাল থেকো !! আর হা আমাদের নিয়ে একদম চিন্তা করো না আমরা অনেক ভাল হয়ে গিয়েছি । ছোট বেলার মত এখন আর দুষ্টামি করিনা , কারো আম গাছে ঢিল মারিনা , পুকুরে গোসল করতে নেমে চোখ লাল করে আর ঘরে ফিরি না । আমরা অনেক শান্ত হয়ে গিয়েছি মা । এই দেখ কত শান্ত  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.