আমাদের কথা খুঁজে নিন

   

সুখে থাকতে ভূতে কিলায় !!

জানি প্রতিবাদ করে কোন লাভ নেই। তারপরও আমি প্রতিবাদী। এতবেশি পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া অনেক ঝামেলার ব্যাপার। মেডিকেল ভর্তি পরীক্ষা বাদ দেয়ার এটা একটা বড় কারণ আমাদের নীতি-নির্ধারকদের কাছে। আচ্ছা এতগুলো জিপিএ-৫ পাওয়া স্টুডেন্টদের আপনারা মেডিকেলের সীমিত কয়েকটা সীটে বন্টন করবেন কিভাবে?? একটা সীটতো আর কয়েকজনকে দেয়া যাবে না!! তাহলেতো আবার সেই বাছাইয়ের কথাই এলো।

কিভাবে বাছাই করবেন কে সবচেয়ে সেরা? সবাই তো জিপিএ-৫ । নাম্বার দেখবেন?? তাহলেতো জিপিএ সিস্টেম তুলে দিতে হবে। তবেই না সবাই বেশি নাম্বার পাবার জন্য চেষ্টা করবে। আপনারা কি আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিংশ শতাব্দীর ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশনের যুগে নিয়ে যেতে চাচ্ছেন?? নাকি কলেজ ভর্তির মত বয়স দেখবেন?? মাথামোটা হওয়ার একটা লেভেল থাকা দরকার। যেখানে জীবনের সবচেয়ে বড় টার্গেট ভালো ক্যারিয়ারের প্রশ্ন সেখানে আপনারা কিভাবে ভাবলেন একটা ছেলে তার মেধা নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে দিবে।

ভালো কলেজ আর ভালো মেডিকেলের সংখ্যাটা কিন্তু একই নয়। মোটামুটি একটা কলেজে ভর্তি হলেও নিজের যোগ্যতা বলে ভালো জিপিএ তোলা যায়। কিন্তু সবার স্বপ্ন থাকে ভালো একটা মেডিকেলে পড়ার। আপনা একটি গোল্ডেন পাওয়া ছেলেকে কোন ধরণের মেধা যাচাইয়ের সুযোগ না দিয়েই বলে দিবেন তুমি কক্সবাজার মেডিকেলে পড়বে- আর সে তা মেনে নিবে। দেশের মানুষগুলোকে এত বেকুব ভাবার কোন কারণ নেই।

আর আপনারা তো বলতে চাইছেন জিপিএ-৮ থাকলেই আবেদন করা যাবে। কতজন জিপিএ-৮ পেয়েছে দেখেছেন একবার?? জিপিএ-৮,৯ তো দূরের কথা সব গোল্ডেনদেরকে দেবার মতো সিটও তো আমাদের মেডিকেলগুলোতে নেই। তো সিটগুলো পাবে কারা। লোকচক্ষুর অন্তরালে মামু-খালুদের স্বর্গভূমি সরকারী অফিসগুলোতে বসে গোল্ডেন এ-প্লাস গুলোর ভিতর থেকে আপনাদের ইচ্ছামতো একটা লিস্ট করে আপনি টাঙিয়ে দিবেন আর সবাই হাততালি দিয়ে বলবে- বাহ!! কি চমৎকার, কোন ঝামেলা ছাড়াই এই বছরের সৌভাগ্যবান লিস্ট হয়ে গেল!! ভিতরে যে কি হয়েছে এই দেশের একটা বাচ্চা ছেলেও তো সেটা বুঝবে। আর এরা তো বাচ্চা না।

এদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। তারা কি বসে বসে আঙুল চুষবে নাকি?? খারাপ কাজ যথেষ্ট করেছেন। এবার একটু ভালো কাজ করার চেষ্টা করুন। শীর্ষ মেধাবীদের কারণেই মেডিকেল ক্যাম্পাসগুলো দেশের সবচেয়ে সুস্থির শিক্ষাঙ্গনের মর্যাদায় আসীন। মেধাবীদের ক্যাম্পাসগুলোকে অযোগ্যদের ভাগাড়ে পরিণত করবেন না।

প্লিজ!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।