অসাধারন একটি গান শুনুন। সাথে নাচ ফ্রি।
সুখে আছি সুখে আছি সখা আপন মনে। মায়ার খেলা গীতি নাট্যের অংশ
সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে ।
কিছু চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি ।
।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান ।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি ।
মন চেয়ো না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি । ।
মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়বায় ।
এই মাধুরীধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায় ।
আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা–
যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি । ।
সুখে আছি সুখে আছি সখা আপন মনে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।