আমার ব্যক্তিগত ব্লগ
চাওয়ার কি শেষ আছে? যার সব আছে তার আর কোন কিছুতেই আর ভাল লাগেনা। সব কিছুতেই বোর ফিল করে। আর যার নেই সেও ভাল নেই। সারাক্ষনই ভাবে কি করে আর সব কিছু পাওয়া যায়। তাহলে সুখি কে?
যে আজ মাসে ১০০০০টাকা ইনকাম করে, তার টানাটানির সংসারে মনে আর ২০০০টাকা বেশি হলেই কত সমস্যার সমাধান হতো।
যখন তার ইনকাম ৫০০০০ টাকা হয়, তখনও তার মনে হয় ১ লাখ টাকা হলে আরও কত সহজে সব কিছু করা যেত। চাওয়ার আর শেষ নেই। যখন সাড়া দুনিয়া হাতের মুঠো্য় চলে আসে, তখন জেমস বন্ডের মতোন বলবেন, "ওয়ার্ল ইজ নট ইনাফ"।
যদি সত্যই সুখে হতে চান, তাহলে আমার মতে যা আছে যতটুকুই আছে ততটুকু নিয়েই খুশি থাকুন। আমি বলছিনা এরবেশি চাইবেননা।
আপনার সাধ্যমতোন উন্নতির চেষ্টা করুন, বাকি আল্লাহর ইচ্ছা। যতটুকু পাবেন, তাতেই চালিয়ে নিন, সাড়াদিন আপসোস করলে সুখি হবেননা। যা পেয়েছেন তার মর্ম উপলব্ধি করুন। যা পাননি সেটা নিয়ে হা হুতাশ করলে, যেটুকু পেয়েছেন সেটাও উপভোগ করতে পারবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।