আমাদের কথা খুঁজে নিন

   

এইটুকু সুখে

পুরনো আমিটাই ভাল ছিলাম...

শ্রমে ঘামে চাকার ঘূর্ণনে খেয়ালে বেখেয়ালে জীবন ছবি প্রতিদিনের ডাইরির পাতায় পদচিহ্নের অঙ্কিত সংস্করণ গলির মোড়ে পচা ইঁদুরের শব কাক আর কুকুরের দ্রোহ নর্দমার পলিথিনে বন্দি বাতাস লিপস্টিক অথবা মেকাপের রং ঝরা চামড়ার চূর্ণ, দ্রবণে মাটির ছাকনিতে শুদ্ধতার চক্র এলো বাতাসে ক্ষুদ্র সাইক্লোন পাঁজর ছেড়ে পালানো দীর্ঘশ্বাস। রিক্সায় গাড়িতে পা-দানিতে জুতোর ছাপের জ্যামিতি হেঁটে বসে ঝুলে ঘুমিয়ে ঘরে ফেরার ক্লান্তি সঞ্চয় গাড়ির হেল্পার, হাঁকাহাঁকি ডান-পা বাম-পা'র ফিজিক্স যাত্রীর তাড়া, অসহিষ্ণুতা ড্রাইভারের গালাগালি হজম জ্যামে শব্দে দূষণে অনিয়মে বিরক্তির সীমানা ছাড়িয়ে নিস্তেজ ঘৃণাহীন স্বপ্নহীন আধমরা অদ্ভুত যাপিত জীবন। ফুটপাতে ক্যানভাসার স্পিকারে মহৌষধের গুণগান খোস পাঁচড়া ছলম মলম বুড়োকে হিরো, সঞ্জীবনি সুধা আটলান্টিকের তলায় পাওয়া মেয়ে অথবা মৎসকন্যার ছবি আকর্ষণে ঘিরে থাকা পথচারী স্নায়ুতে আদিম উন্মাদনা সুখ-স্বপ্ন, রমন তৃপ্তি কল্পণায় মদন দেবতা বিক্রেতার বিজয়ের হাসি, আত্মবিশ্বাস ঝাপসা চোখে সংসারের মুখচ্ছবি মিছিলে পোস্টারে ফেস্টুনে স্বপ্নখোরের ছবি, আগুন প্রতিবাদ মুখে স্লোগান বুকে হাহাকার পেটে ক্ষুধা চোখে শূন্যতা জনসভায় ঢাউশ স্পিকার মিথ্যে আশ্বাসের পথ্য অন্ধ নির্বোধের ভাবনায় অদেখা স্বপ্নের কল্প-কবিতা হরতালে অবরোধে দহনে ভয়ার্ত চোখ, চূর্ণ কাঁচ ব্যাক ভিউ মিররে প্রতিফলন ধ্বংসের উল্লাস অথবা ক্ষোভের। সন্ধ্যায় ক্লান্ত কাকের অবসর ল্যাম্পোস্টে ফিঙেদের ছোটাছুটি জন্ডিস আলোয় ভূতুড়ে পথিক রণক্লান্ত, বিজয়ী অথবা বিজিত ঘরে ফিরে অভিমানী চোখ ভুলে যাওয়া দিন তারিখ ছোট্ট তুলতুলে আঙ্গুলের চিরুনি ফুটফুটে মুখে স্বর্গীয় হাসি সব ক্লান্তি, সব ক্লেদ ভুলে গিয়ে এইটুকু সুখে বেঁচে থাকে প্রাণ বুকের উষ্ণতায় ঢিবঢিব করে ছোট্ট হৃদয়খানি এই বুঝি জীবন, এই বুঝি ভিজে ওঠা চোখ...!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.