আমার যা শ্রেষ্ঠধন সে তো শুধু চমকে ঝলকে, দেখা দেয়, মিলায় পলকে। বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হচ্ছে আর কিছু দিন পর....উদ্বোধনী দিনের উপস্থাপনার দায়িত্ব পড়েছে আমার উপর....অনেক টেনশনের ব্যাপার বটে..অনেক বড় একটা কাজের দায়িত্ব পড়েছে.....নিজেকে একটু ভি.আই.পি. ভি.আই.পি মনে হচ্ছে.........আমাকে যেতে হবে আমেরিকায়...কারন প্রোগ্রামটা হবে ওখানে... দেশবিদেশের সব খেলোয়াড়দের সাথে যাচ্ছি আমি।আমার সাথে আছেন আমার বড় আপু আরো আছেন আমার তিন খালামনি।প্রথমে আমরা উঠলাম একটা ছোট্ট প্লেনে....সেই প্লেনটা আমাদেরকে নিয়ে যাবে মূল প্লেনে...অর্থাৎ যে বড় প্লেনটা করে আমরা যাবো আমেরিকায়। মনে মনে আমি ভিশন উত্তেজিত এবং খুশি.....জীবনে কখনো প্লেনে চড়িনি এই প্রথম চড়বো...আমি আকাশ দেখবো, মেঘ দেখবো..পাখিদের দেখবো..আরো কত কিছু দেখবো...নানান স্বপ্নে আমি বিভোর....আমেরিকায় যাওয়া নিয়ে আমি যতটা না উত্তেজিত তার চেয়ে বেশি উত্তেজিত প্লেনে চড়া নিয়ে।মনে মনে ভাবছি বড় প্লেনে উঠে প্রথমেই ফেইসবুকে স্ট্যাটাস দিবো...তার পর ব্লগে লিখবো আমার লাইফের ফার্স্ট প্লেনে চড়ার অভিজ্ঞতা নিয়ে একটা গল্প। আমরা অনেক কষ্ট করে গাদাগাদি করে ছোট্ট প্লেনটাতে উঠলাম....ওমা অর্ধেক যেতে না যেতে 'The God must be crazy' মুভিটার জংগী বাহিনীর দল আমাদের ছোট্ট প্লেনটার উপর গুলি বর্ষণ শুরু করলো.....পাইলট কোনো মতে প্লেনটাকে গুলির হাত থেকে রক্ষা করলো ঠিক কিন্তু আমার ভয়ে মাথা ঘুরা শুরু করলো....আর একটু পর আমরা পৌঁছে যাবো আমাদের স্বপ্নের বড় প্লেনের কাছে সেই খুশিতে আমি কি করবো বুঝতে পারছিনা......ঠিক সেই সময়......সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তে....সেহ্রীর সময় হইসে উঠো বড় আপুর ডাকে ঘুমটাই ভেঙে গেলো...আমার আর সাধের প্লেনে চড়াও হইলো না........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।