জানি এখন তোমার ঘরে একলা জীবন গুমরে মরে বিপন্নতায়.. জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্যমুখর অস্থিরতায়.. তবুও যদি একটি বারো দু'চোখ মিলে দেখতে পার.. পাখির ডানায় আকাশ জলের ছবি.. তখন বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর চাবি.. সাথেই রেখো এটাই আমার দাবী
তোমার ঘাটে ভিড়াই আমার স্বপ্নতরী
দিব্য আমার দৃষ্টিপাটে রাঙ্গা আলোর সূর্য দেখি
ঝলমলে ঐ আকাশপানে হর্ষে উড়াই ইছ্ছেঘুরি
ভাদ্রে তপ্ত শুষ্ক দুপুর সিক্ত লাগে
তোমার সারা উঠোন জুড়ে তন্ময়তার কাব্য লিখি
চেতন কোণে সর্বগ্রাসী কাঁপন জাগে
ঘোর লাগা দুই অশ্রুপাটে অষ্টপ্রহর তোমায় স্ণরি
সম্ভাবনার সকল দ্বারে দারুণ তুছ্ছে খিড়কি লাগাই
অনাদরে সব সরিয়ে প্রাপ্তি ঝোলায় তোমায় পুরি
অচিনপুরী অন্য ছায়া হঠাৎ তোমার চোখের চরে
নতুন বোধের উদ্বোধনে জন্ম নেয়া ভিন্ন বোধি
দু' হৃদয়ের মধ্যখানে আঁধার দেয়াল বিভেদ গড়ে
স্বপ্নঘুড়ির অকাল পতন ভগ্নহৃদয় আমায় কাঁদায়
প্রলয় থামার পরে যেমন ধ্ধংসাবশেষ
হৃদয় খুড়ে সব হারানোর বেদন জাগায়
ডুবসাঁতারে অশেষ ক্লেশে অন্ধসম হাতড়ে মরি
স্রোতস্বিনী জীবন জলার নিগূঢ় আঁধার অন্তহীনে
অবশেষে যায় হারিয়ে অনেক সাধের স্বপ্নতরী
This is a Perfect ছ্যাকামিন
ছ্যাকাগ্রস্ত সকলের জন্য নিরতিশয় উপকারী, সর্বপ্রকার পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত মহৌষধ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।