আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি পরীক্ষার ২য় বারের পরীক্ষার্থীদের জীবনের গল্প (!) এবং একটি অবিবেচক সিদ্ধান্ত ।

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । ছোট্ট একটি মেয়ে। যে কিনা ছোটবেলা থেকে স্বপ্ন দেখত সাদা আপ্রন গায়ে চাপানোর , স্টেথিস্কোপ গলায় জড়ানোর । সে স্বপ্ন দেখত “ডাক্তার হবার” । তার স্বপ্নের মুকুটে একে একে যুক্ত হচ্ছিল সাফল্যের পালক ।

এবার পালা ছিল শেষ পালকের, মেডিকেল ভর্তি পরীক্ষার । কিন্তু না । এবার সে ব্যার্থ । তাহলে কি তার সাফল্যের মুকুটটি কখনই পূর্নতা পাবে না ?? তার সাফল্যের মুকুটকে শেষ পালকে অলংকারিত করতে সে আবার গাট বাধল । অনেক ভয় , অনেক শংকা নিয়ে বাবা-মা এর কষ্টের টাকা খরচ করে সে আবার পথ চলা শুরু করল ।

স্বপ্ন শুধু একটাই । সাদা আপ্রন গায়ে চাপানো । দীর্ঘ ১ বছর কতো ত্যাগ , কতো অশ্রু বিসর্জন দিয়ে গুটি গুটি পায়ে হেটে যাচ্ছিল স্বপ্নের পথে । এবার সে বেশ আত্মবিশ্বাসী । ডাক্তার যে তাকে হতেই হবে ।

বাবা-মা এর গর্বে উজ্জ্বল মুখের আভা তাকে যে গায়ে মাখাতেই হবে । তবে সে দেশে ছিল এক দুষ্ট রানী। রানী হটাত একটি সিদ্ধান্ত নিল । একটি অবিবেচক সিদ্ধান্ত । যার ফলে মেয়েটির এবং তার মতো অসংখ্য স্বপ্নবাজদের স্বপ্ন তাশের ঘরের মতো ভেঙ্গে গেল ।

মেয়েটির শুধু একবছর নয় , সারা জীবনের শ্রম যেন এক নিমিষে মিথ্যে হয়ে গেল । কি ভুল ছিল তার…… স্বপ্ন দেখা… না এ দেশে জন্ম গ্রহন করা…?? সম্প্রতি সরকারের মেডেকেলে পরীক্ষা না নিয়ে ভর্তির সিদ্ধান্তে এই মেয়েটির মতো হাজারো ২য় বার মেডিকেল পরীক্ষার্থীর ১ বছরের শ্রম প্রশ্নবিদ্ধ হলো , হুমকির মুখে পড়ল । যদি পরীক্ষাই না হয় তাহলে সরকার কি ফিরিয়ে দিয়ে পারবে এসব শিক্ষার্থীর মূল্যবান ১ বছর ??? যদি নাই পারে তাহলে কেন এই অবিবেচক সিদ্ধান্ত ?? আমার মনে হয় আমাদের জোড়ালো প্রতিবাদে সরকার এই সিদ্ধান্ত পূনর্বিবেচনা করবে । তাই এখন সময় প্রতিবাদ করার । শিক্ষাব্যবস্থায় একের পর এক যে আকস্মিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তার প্রতি রুখে দাঁড়ানো ।

আসুন যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.