আমার আমি কে খুঁজি STOP violence Against women আমরা মানুষ,সৃষ্টির সেরা জীব এটাই আমাদের পরিচয়। আমরা সমাজে বসবাস করি তাই সামাজিক নিয়মে আমাদের পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে হয়, নারী, আমার মা আপনার বোন ঘরের লক্ষী কিন্তু আমরা কি তাদের দিতে পেরেছি সেই সম্মান আমরা মর্ডান করে নারীকে স্বাধীনতা দিয়েছি, এমন স্বাধীনতা যা নারীকে করেছে অর্ধ উলঙ্গ। প্রতিটি পরিবারেই আমার বা আপনার ! একটু দৃষ্টি দিন খেয়াল করুন দেখবেন মানসিক বা শারিরীক ভাবে প্রতিটি নারীই অত্যাচারিত হচ্ছে আমার আপনার স্বাভাবিক দৃষ্টিতে অনেক কিছু খেয়ালে নাও আসতে পারে, কারন এখন ডিজিটাল যুগ আমাদের চোখের সামনে দেখছি নারীদের স্বাধীনতা , নারীদের কে অর্ধ উলঙ্গ করে ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসছে। এটাও তাদের প্রতি অত্যাচারের সামিল, ফতোয়া দেখিয়ে নারীকে অত্যাচার করা আর যুগের তালে এদের অর্ধ উলঙ্গ করা সমান দৃষ্টির অপরাধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।