আমাদের কথা খুঁজে নিন

   

Stop Genocide.

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

Stop Genocide. Stop . খুব বলিষ্ঠ কণ্ঠে , খুব সাহসী এই উচ্চারণ করেছিলেন জহির রায়হান ১৯৭১ সালে । বাংলাদেশে সংঘঠিত গনহত্যার এই সচ্চিত্র দলিল তিনি সারা বিশ্ববাসীর পৌছেঁ দিয়েছিলেন এবং আহবান করেছিলেন গনহত্যা থামাও । সেই গণহত্যা বন্ধ করতে সময় লেগেছির ৯ মাস , তবে সেই গণহত্যা থামাতে বাধ্য হয়েছিল পাকিস্থান আমাদের সাহসী প্রতিরোধের কারণে ।

আর সারা বিশ্বের মানুষের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের এমন মানবিক বিপর্যয় দেখে । কিন্তু এখনও যখন এমন গণহত্যা চলেছে, শিশুদের হত্যা করা হচ্ছে সেই ফিলিস্থানে, যে লড়াই চলছে কয়েক যুগ ধরে সে বিষয়ে অনেকটাই নির্বিকার আমরা । বিশ্ব নেতৃবৃন্দ সেফ্র উদ্বিগ্ন । এ যেন এক অসমাপ্ত অধ্যায় প্রতিনিয়ত একদল মানুষ নির্বিচারে হত্যাযজ্ঞ চালাবে আর অন্যরা মৃত্যুকে আলিঙ্গন করবে । ফিলিস্থানী জনগণকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই হত্যায্ঞ চলতে থাকবে ।

সেই ফিলিস্থিনীদের অন্য আরব ভাইয়েরা যারা ইসলামের কাণ্ডারী তারা তখন আমেরিকার হুকমী দালাল । ফিলিস্থানে শিশু-নারী মানুষ মারলে ধর্মের কিছু হয় না, মানবতার বিপর্যয় ঘটেনা !! ধর্মকে পুজিঁ করে এই ক্ষমতা লোভী আরব বিশ্ব আর কত বাণিজ্য করবে ?? যারা সেফ্র ফিলিস্থানী সমস্যার সমাধান করতে পারে না । ধর্মের জন্য নয়, আরব বলে নয় কিছু মানুষ মরছে প্রতিদিন - যারা এই পৃথিবীতে আমার-আপনার কিংবা জর্জ বুশদের মতোই বাচার অধিকার রাখে । তাদের পাখির মতো নির্ববিচারে হত্যা থামাও, গনহত্যা থামাও । এই জোতদারী থামাও ।

Stop . Stop Genocide.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।