স্কুল কলেজ গুলোতে স্টাফ রুমে বসে ক্লাসের ফাঁকে ফাঁকে গল্প করা আর খাতা দেখা তো অতি সাধারণ দৃশ্য । ছাত্র , ভাইগ্না ভাতিজা দের দিয়ে খাতা মুল্যায়ন এর ঘটনা আমাদের চোখের সামনে সবসময় ঘটছে । আমার এক কলিগ এইভাবে সাতদিনে সাতশ খাতা দেখে জমা দিয়েছে । শিক্ষদের কেও দোষ দেওয়া যায়না কারন বোর্ড থেকে যে সময় বেঁধে দেওয়া হয় তাতে চাকরি আর সংসার করে সময়ে কুলানো কোনভাবে সম্ভব নয় ।
আমার ছেলের পরীক্ষার আগে নামকরা কলেজের একজন রসায়ন টিচার যিনি কিনা সৃজনশীল পদ্ধতির মাস্টার ট্রেইনার , আমাকে বললেন ,“ছেলেকে খাতা ভরে শুধু লিখে আসতে বলবা ।
রসায়ন না হলেও চলবে শুধু খাতা ভরা লেখা থাকলেই হবে । বলবা লেখা যেন একটু পরিষ্কার হয় । আজকাল বোর্ড যে সময় দেয় তাতে আমাদের খাতা পড়ে দেখার সময় নেই । খাতায় লেখা থাকলে আর যদি লেখা পরিষ্কার থাকে নিশ্চিন্তে এ প্লাস” আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম ।
একজন শিক্ষক বললেন , “সৃজনশীল লেখায় কোন ছেলে কি সৃজন করল এত দেখার সময় নেই ।
ব্যালান্স করে নম্বর দিলেই হয় । কিছু ‘এ প্লাস’ , কিছু ‘এ’ এইভাবে । হেড একজামিনার নম্বর যোগ করবে ভিতরে কত দিলাম দেখবে না । শুধু ফেল না করলেই হল। ’ হায় ! এই ব্যলান্সে পড়ে কত ভাল ছাত্র এ প্লাস মিস করছে আর যারা এ পাওয়ার ও যোগ্য না তারা এ প্লাস পেয়ে যাচ্ছে ।
উপরের এইগুলো কয়েকটা খাতা মুল্যায়নের বাস্তব উদাহরন দিলাম মাত্র । প্রকৃত পক্ষে খাতা মুল্যায়নের অবস্থা আরও ভয়ংকর । মোট কথা বর্তমান যেভাবে বোর্ড এর পরীক্ষা গুলোতে খাতা মুল্যায়ন হচ্ছে সেটা কোন ভাবেই মেধা যাচায়ের মাপকাঠি হতে পারেনা । গত এস এস সি রেজাল্ট এ দেখলাম যারা সারাবছর কোন লেখা পড়া করেনা কয়েক সাবজেক্ট এ ফেল করে তারাও অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে আবার যারা প্রকৃত পক্ষে মেধাবী তারা অনেকেই এ প্লাস মিস করেছে ।
যেখানে বিশ্বের সব দেশে ধাপে ধাপে মেধা যাচাই করে মেধাবীদেরকে খুঁজে বের করা হয় সেখানে শুধুমাত্র ভর্তি পরীক্ষার ঝামেলা এড়ানোর জন্য আর কোচিং বন্ধ করার নামে মাত্র জিপি এর ভিত্তিতে মেডিক্যাল এ ভর্তির যে নীতি গ্রহন করা হয়েছে সেটা কতটুকু যুক্তিযুক্ত ?
এতে করে এসএসসি এইচএসসি কোচিং এর সংখ্যা বাড়বে , পরীক্ষা হলে , প্রাকটিক্যাল এ যে দুর্নীতি বেড়ে যাবে সেটা বন্ধ করবে কে ?
যেখানে হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে তাদেরকে যদি আমরা মেধাবী মনে করি তাহলে তাদের কে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে মেধা যাচায়ের সুযোগ দেওয়া হোক ।
কোচিং বন্ধ করতে না পারাটা সরকারের দুর্বলতা সেখানে শিক্ষার্থী দেরকে বলির পাঠা কেন বানানো হচ্ছে ?
সব কিছু দেখে মনে হচ্ছে দেশে এখন তুঘলকি যুগ চলছে । যখন যেটা ইচ্ছে জনগণের উপর চাপিয়ে দাও !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।