আমি একজন বাঙ্গালি রমনী....... ভাবিছলাম িভক্ষুকটা কে ? সে নাকি আমি !! তার পরেন পরিপাটি কাপড়, আমার শরীের ঘােম েভজা ক্লান্ত েপাশাক ।সুদর্শন চেহারার দিকে আমি বলছি সে নির্ঘাত আমার চেয়ে ব্যাপক নম্বরে এগিয়ে।আমি অবসান্ন মুেখ দরজায় দাড়িয়ে আর সে অদূের নিলিপ্ত চোখে চেয়ে আছে আমার পানে।আমার চোখে প্রশ্ন , তার চোখে আনন্দ আর অনেকে বলবে লজ্জা।। তার চোখে , হাতে , কন্ঠে এমনকি হাসিতও নেই সাহায্য চাওয়ার একটু আবেদন; তবে আমার অঙ্গ জড়িয়ে ছিল ক্ষুধা মেটানোর এক অিভলাষ। প্রািপ্তর আশা আমার মনে , বাবা আমাকে ওই জিনিসটা কিনে দেবে িকনা প্রশ্ন আমার হৃদয়ে। কিন্তু কোন সেই কারণ যা তাকে চাহিদা থেকে দূরে রেখেছে আবার একবারে বিচ্ছিন্নও করতে পারে নি ??ওটা কী তার ব্যক্তিত্ব নাকি কেবলই লোকঠকানোর তাড়না । লোকঠকনোর তাড়না হেল আিম বলেবা সে ১০০% সফল ।সেদিন েদেখিছলাম তাকে মাকের্টের সামনে আর হয়তো দেখা হবে না হলে িজজ্ঞেস করতাম `তুমি কী ভিক্ষুক?'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।