পরিবর্তনের জন্য লেখালেখি
[ প্রথম লাইনটির জন্য কৃতজ্ঞ শেখ জলিল ভাই এর কাছে]
দুঃখ , তোমার সঙ্গে যাব , অভিসারে!
তোমার মত করতে সঙ্গ কে আর পারে?
দুঃখ, আমার নেই তো আলো, অন্ধ হলে-
একটু আগুন দিও চোখে প্রতি পলে।
দুঃখ , আমার ভোর মানে শব, নেই রে আশা!
প্রতারণার শকুনে খায় ভালোবাসা!
দুঃখ, তোমার বিষের বাটি, রতন মানিক!
দাও না! আমার আত্মা তাতে ভরবো খানিক!
দুঃখ , তোমার সঙ্গে নেব সাগরের জল
যখন তোমার দু'নয়নে কান্নার ঢল!
দুঃখ , তোমায় বুকে নেব, একটু থেকো!
চাতক পাখির ঘুমহীন রাত, আমায় ডেকো!
দুঃখ , তোমার বিকেল গুলো ছন্দ বিহীন
আমার ও তো তোমার কাছে অখন্ড ঋণ!
দুঃখ , তোমার সুদ আসলে বেড়েছে বোধ!
এক জীবনের দিন ক্ষণে তার হবে কি শোধ?
দুঃখ , তুমি সহস্র যুগ জড়িয়ে থেকো!!!
একলা ভাঙার লজ্জা আমার একটু ঢেকো!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।