আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি প্রক্রিয়া- কিছু প্রশ্ন।

যাহার পা-দুটা আছে, সেই ভ্রমণ করিতে পারে; কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না ! সে যে ভারি শক্ত। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ২২ জন বিশেষজ্ঞ অধ্যক্ষের মতামতের ভিত্তিতে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া বদলে গেল। SSC+HSC পরীক্ষার ফলাফলই নাকি যথেষ্ট মেডিকেলে ভর্তির জন্য। সহজভাবে বললে, সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার সুযোগ পাওয়ার জন্য।

২২ জন বিশেষজ্ঞের মতামত সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা আমার সাজে না। সেই যোগ্যতা কবে ছিল ?! তবে এর সঠিকতা যাচাইয়ের বাইরে গিয়ে কিছু প্রশ্ন করতে পারি। - মেডিকেলে টিকতে কি মেধা লাগে ? বা কোন ব্যাসিক স্ট্যান্ডার্ড ? নাকি কিছুই লাগে না ? উত্তর যদি হয়, কিছুই লাগে না, ডাক্তার হতে হলে মগজবিহীন একখানা মাথা যথেষ্ট, তাইলে আমার কিছু বলার নাই। ডাক্তার, কিংবা হবু ডাক্তাররা এ নিয়ে কথা বলুক। আর, উত্তর যদি হয়, মেধা লাগে বা একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন, তাইলে আরেকট প্রশ্ন চলে আসে।

- SSC & HSC পরীক্ষার ফলাফল কি এই মেধা যাচাই করার জন্য যথেষ্ট ? উত্তর যদি হয়- না, যথেষ্ট না। তবে আর প্রশ্ন-উত্তরের খেলা খেলতে হয় না। মেধা যাচাই করা যায় না এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে 'মেধাবী' ডাক্তার তৈরির পদ্ধতি যে সর্বাত্মকভাবে সঠিক (!), তা আর বলার অপেক্ষা রাখে না। Thumbs up ! আর, উত্তর যদি হয়, হ্যাঁ। SSC & HSC এর রেজাল্ট দিয়ে মেধা যাচাই সম্ভব।

তাইলে আবারো একটা প্রশ্ন। - সরকার কি তবে পরেরবার থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) SSC+HSC এর রেজাল্টের ভিত্তিতে ছেলে-মেয়েদের পাঠাবে ? সেই সাহস আছে ? সাহস থাকলে পাঠাক, কয়টা পদক বাংলাদেশ পায় দেখি ! জানি, পাঠাবে না। সবাই জানে, সরকার জানে, ওই ২২ জন বিশেষজ্ঞও জানে SSC & HSC এর রেজাল্ট দিয়ে মেধা যাচাই সম্ভব না। তারপরও কেন এই স্বপ্রতারণা ? কী উদ্দেশ্যে ? প্রশ্ন অনেক। উত্তর কে দিবে...?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.