একি আজব কারখানা...........
আমি জানি, পোস্ট টির অনেকে পড়লেও এবং উত্তর জানা থাক
লেও শুধুমাত্র আলসেমীর জন্য উত্তরগুলো টাইপ করবেন না। তারপরেও আপনাদের রেস্পন্স আশা করছি।
প্রথমত এই পোস্ট টি পুর্নাংগ করতে আমায় সাহায্য করুন। আশা করি সকল ব্লগার এই পোস্ট টিকে আর্কাইভ রুপে পেতে পারেন। সকলের কন্ট্রিবিউশন আবশ্যক।
হয়তো জানতে পারবেন অজানা অনেক তথ্য ও বিশ্লেষন।
বাংলাদেশের অনলাইন মিডিয়া এবং বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে একটা থিসিস রিপোর্ট লেখার চেষ্টা করছি। এ জন্য কিছু লিটারেচার রিভিউ এবং রিসার্চ করতে হচ্ছে। অত্যন্ত অবাক হয়ে খেয়াল করলাম, বর্তমানে অনলাইন মিডিয়া অত্যন্ত গুরুত্বপুর্ন ও প্রমিজিং একটা মিডিয়া হওয়া সত্বেও নেটে এ নিয়ে বাংলা বা ইংলিশে পর্যাপ্ত পরিমানে তথ্য নেই। কাজেই প্রিয় ব্লগারগণের দারস্থ হলাম।
খুব উপকার হবে যদি আপ্নারা আমাকে কিছু তথ্য ও প্রাসঙ্গিক কিছু প্রশ্নের উত্তর জানাতে পারেন। শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও আপনার জানা প্রয়োজনীয় লিঙ্ক দিতে পারেন। সেক্ষেত্রে লিঙ্কের বিষয়বস্তু উল্লেখ করে দিলে ভালো হয়। চেষ্টা করবেন তথ্যসূত্র উল্লেখ করার।
উত্তর দেয়ার সময় নম্বর ফলো করলে ভালো হয়।
ইচ্ছা হলে কোন প্রশ্নের উত্তর স্কিপ করে যেতে পারেন।
"ক" বিভাগঃ ব্লগারদের জন্য কোশ্চেনিয়ার
১) প্রথম ব্লগের সন্ধান পান কিভাবে ? কবে থেকে ব্লগ পড়া/লেখা শুরু করেছেন ?
২) আপনার প্রিয় ব্লগ কোনটি এবং কেন ? (দু এক কথায়)
৩) ব্লগ ও নিউজ সাইটের মধ্যে কোনটি বেশি পঠিত/হিটপ্রাপ্ত/র্যাঙ্কিং এ এগিয়ে?
৪) ব্লগের দু একটি এডভান্টেজ এবং ডিসএডভান্টেজ বলুন।
৫) সাইবার আইন কে স্বাধীন ব্লগ বা মতপ্রকাশের অন্তরায় বলে মনে করেন কি ?
৬) আপনি কি বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে আশবাদী ? হলে কেন (দু এক কথায়)
৭) পার্সোনাল ব্লগ নাকি কমিউনিটি ব্লগ , কোনটার সঙ্খ্যা বেশি ? আপনি ব্যাক্তিগত ভাবে কোনটি সমর্থন করেন ?
৮) ব্লগ কে কি সকল রকম মুক্ত আলোচনার প্লাটফর্ম হিসেবে বিবেচনা করেন, নাকি সিরিয়াস ব্লগিং এ বিশ্বাসী ? উত্তরের সপক্ষে যুক্তি দিন ( দু এক কথায়)
৯) ব্লগ কে কি পলিটিকালি এফিলিয়েটেড বলে মনে হয় ? অর্থাৎ আপনি কি মনে করেন ব্লগ গভমেন্ট বা অন্য কোন ভাবে বায়াসড ?
১০) ব্লগ কি কোনভাবে সেনসেটিভ সোশ্যাল ইস্যু যেমন "যুদ্ধপরাধ" ইত্যাদি বিষয়ে নিরপেক্ষ ?
১১) বাংলা ব্লগ হতে আপনি কি কি পেয়েছেন এবং ব্লগ নিয়ে আপনার আশা নিরাসা ব্যাক্ত করুন।
১২) ব্লগের কিছু কর্পোরেট এজেন্ডা আছে। আপনি কি মনে করেন ব্লগ সকল ব্যাপারেই এই সকল এজেন্ডা ফলো করে ব্লগারদের ম্যানুপুলেট করার চেষ্টা করে , নাকি ব্লগারদের ব্যাপারে ব্লগ সবসময়ি সম্পুর্ন নিরপেক্ষ বা ইম্পার্শিয়াল থাকে ?
"খ" বিভাগঃ প্রয়োজনীয় তথ্য।
১) বাংলা ব্লগস্ফিয়ারের ইতিহাস জানা আছে ? এ সম্পর্কে সাধারন কিছু তথ্য।
৮) বাংলাদেশের প্রথম ব্লগ কোনটি এবং কত সালে প্রতিষ্টিত ?
২) বাংলাদেশের সর্বপ্রথম বাংলা ব্লগ/ ফোরাম কোন টি ?
৩) বাংলাদেশে মোট কতটি ব্লগ আছে এবং তাদের নাম ও ওয়েবসাইট লিঙ্ক।
৪)সামহ্যয়ার ইন ব্লগ এর জন্ম কবে এবং কার মাধ্যমে ? সামুর জন্মলগ্ন নিয়ে যে কোন তথ্য।
৫)বাংলাদেশে মোট রেজিস্টার্ড ব্লকগারের সঙ্খ্যা কত ? সামুর মোট রেস্টার্ড ব্লগারের সঙ্খ্যা কত ?
৬)এলেক্সা রেঙ্কিং এ বাংলা কতগুলো ব্লগ আছে এবং তাদের রেটিং কত ?
৭) বিডিনিউজ বা বাংলানিউজ এর মত নিউজ ব্লগের সংখ্যা কত ? টপ রাংকিং কার? সব চেয়ে বেশি পঠিত ব্লগ/নিউজ সাইট কোনটি ?
-------------------------------------------------
"গ" বিভাগ
১) এই বিভাগে যে ব্লগ সঙ্ক্রান্ত যে কোন কোশ্চেন করতে পারেন আপনার ইচ্ছা মত, অন্য ব্লগার রা হয়তো উত্তর দিতে পারে। আমি আপডেট করে দিবো পোস্টে।
২) যে কোন প্রয়োজনীয় বাংলা বা ইংলিশ লিঙ্ক শেয়ার করতে পারেন ব্লগ বিষয়ক।
৩) প্রাসঙ্গিক যে কোন মন্তব্য শেয়ার করতে পারেন।
সবাইকে অনেক ধন্যবাদ। রিপোর্ট টি শেষ করতে পারলে আমি মিডিয়াফায়ারে আপলোড করে দিবো আপনাদের সুবিধার্তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।