আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের সবাই মনে হয় বড়লোক, কাউকেতো এই বিষয় নিয়ে কথা বলতে দেখলাম না খুব একটা,সবাই ব্যস্ত চৈতীরে নিয়া...

সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না...

কাকরাইল মোড়ে দেখলাম এক দাড়ি টুপিওয়ালা লোক হাতে বিশাল এক বালতি আর মোটামুটি সাইজের একটা ব্যাগ নিয়ে অসহায় দাড়িয়ে পুলিশ কে অভিশাপ দিচ্ছেন রিকশা থেকে নামিয়ে দেয়ায়। তার আশেপাশে হরেক রকমের মানুষ সবার একই অবস্থা, তাদের রিকশা থেকে নামিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে আছেন বৃদ্ধা থেকে অসুস্থ রোগী পর্যন্ত। পেছনে অসংখ্য রিকশা আর মানুষের কোলাহল, এদের মধ্যে অনেকেই বুঝতে পারছিলেন না এখন তারা কি করবেন!আমি হেঁটে সহজেই কাকরাইল থেকে শান্তিনগর চলে এসেছি, আসতে আসতে ভাবছিলাম সেই সব শিশু, মহিলা আর বৃদ্ধের কি হবে... সাধারন হিসেবে ধরে নেয়া যায় বড়লোকেরা গাড়ি চড়ে আর অপেক্ষাকৃত গরিবেরা চড়ে রিকশা । ঢাকা শহরের যানজটের জন্য রিকশা এবং প্রাইভেট কার উভয়েই দায়ী, আমার প্রশ্ন হচ্ছে তবে শুধু রিকশা তুলে দেয়া টাকেই যানজট নিরসনের প্রতিকার মনে হল কেন? নাকি নীতিনিধারকদের সবার গাড়ি আছে বলেই এই ব্যবস্থা? ঢাকা শহরে খেয়ে পড়ে থাকতে হলে মধ্যবিত্তদের ও যাতায়াত করতে হবে, আছে বাইরে থেকে আসা ছাত্র ছাত্রীরাও। তবে কি ঢাকা শহরে তাদের থাকার দরকার নেই? কথায় আছে 'হাতে নয় ভাতে মারা', তবে কি সরকার এই নিয়মের মাধ্যমে মধ্যবিত্ত আর স্টুডেন্ট দের লাল বাতি দেখিয়ে দিলো শহর ছেড়ে চলে যাওয়ার জন্যে...? আজ আপনারা গাড়িওয়ালারা যদি কাকরাইলের সেই মোড়ে থেকে দেখতেন সেই সব মহিলা, শিশু আর বৃদ্ধের দূর্ভোগ তবে নিশ্চয় আর নীরব থাকতে পারতেন না... অসাম্য আবারো প্রতিস্ঠিত হলো সরকারী ইশ্তেহারের মাধ্যমে, ধিক এই সিস্টেম কে যেখানে গরীবদের ই শুধু স্যাক্রিফাইস করতে হয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.