মানুষ হবার প্রচেষ্টায় আমাদের গ্রামটা অনেক পুরানো ও সুন্দর। গ্রামের নাম হুক্কা গ্রাম। এখানে একসময় হুক্কা অনেক বেশি খেত এখানকার মানুষেরা। তখন থেকে এই গ্রামের এর নাম হুক্কা হয়েছে। এই গ্রামের এক মাতব্বর নাম যামাদ।
গ্রামের লোক কেন যে তাকে মাতব্বর বানাইছে জানি না। আমাদের এই সুন্দর গ্রামটাকে সে নোংরা বানাইয়া ফালাইছে।
জানেন সে কি করছি, ছিঃ বলতে আমারও ঘেন্না লাগছে!!!!
এই লম্পট লোক কয় জন মহিলার সাথে যে ......। আরে ব্যাটা অল্প বয়সে তার নানি রে বিয়া করছে ভাল কথা, কিন্তু বুড়া বয়সে লটরপটর করতে হবে। এই বুড়া বয়সে সে একটা সাত বছর মেয়ে...।
!!!(তার নাতি বয়সের) ছিঃ ছিঃ লজ্জার কথা কি আর কমু!!! এটা তো ভাল, তার থেকেও খারাপ কাজ করছে এই ব্যাটা, নিজের মেয়ের বয়সী ছেলেও বউয়ের সাথে!!! ভাই লজ্জায় আমি চক্ষু ধরে আছি, তা ও এই ব্যাটার লজ্জা নাই!!!! এখনো আমাদের এই গ্রামের অশিক্ষিত মানুষগুলো তাকে সম্মান করে। আমি বুজাইলেও তারা বুজে না। জেনেও বলে সে নাকি ভালা লোক!!!
আফনারা কন, এই ব্যাটা কি ভালা লোক হতে পারে, তারে জুতা দিয়া গ্রাম থেকে বের করে দেওয়া দরকার, কিন্তু আমার সেই ক্ষমতা নাই, থাকলে বের করে দিতাম।
বিঃদ্রঃ এটা শুধু আমাদের একটি গ্রামের কাহিনী, অন্য কিছু না। আপনাদের কাহার জীবনের সাথে মিলে গেলে কাক্কাতিল মাত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।