আমাদের কথা খুঁজে নিন

   

টেকা টুকা খরচ করার দিন শেষ----

নিজেকে জান এবং প্রয়োগ কর-- Adobe Company এর ভাত মনে হয় শেষ হয়ে আসছে---Already মুরি খাওয়া শুরু করেছে---- আজ আপনাদের সাথে এমন কতগুলো software নিয়ে আলোচনা করব যেগুলো Photoshop+Illustrator আর Dreamweaver এর বিকল্প এবং একদম ফ্রি----মনে মনে হয়ত ভাবতাছেন মাগার ফ্রি ??? তাইলেত বোঝা হয়ে গেছে কি পামু --!!!! ওপেন সোর্স যে কি পারে তা এই সফটওয়্যার গুলো ব্যবহার না করলে বুঝবেন না---- Inkscape Photoshop ডিজাইন জগতে একটা জাদু কিন্তু এটা আপনাকে কিনতে হবে যদিও অনেকে patch ব্যবহার করে থাকে--কিন্তু সমস্যা হল update করতে পারবেন না---- এই photoshop টি যদি আপনি পান একদম ফ্রি এবং সাথে update এরও সুবিধা---তাহলে তো আনন্দের আর সীমা নাই ---কিন্তু সমস্যা হল আপনি যদি এই সুবিধা পেতে চান তাহলে আপনাকে photoshop এর অন্য নামে ডাকা লাগবে আর সেই নামটি হল---- Inkscape-- এটার ব্যবহার শেখার জন্য আছে টিউটরিয়ালস----টিউটরিয়ালস পাওয়ার জন্য আপনাকে টেকাটুকা খরচ করে lynda.com সদস্য হওয়ার দরকার নাই---- সেটাও পাচ্ছেন ফ্রি----- অনেকেই হয়ত আমার কথা বিশ্বাস করছেন না--- তাহলে একবার কষ্ট করে ডাউনলোড করে দেখেনই না------ ডাউনলোড লিংক --------টিউটরিয়াল __ Aptana Studio ফ্রি ফ্রি আর কোন প্যাঁচাল করার সময় নাই----টাকা পয়সা খরচ করে এর কাছ থেকে ওর কাছ থেকে, তেল মেজে, MB খরচ করে এক কথায় বহুত কষ্ট করে Dreamweaver সংগ্রহ করতাম--- সেই দিন আর নাই – দিন বদলাইছে---- নিম্নে উল্লেখিত ঠিকানায় গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করেন এবং ব্যবহার করে দেখেন—ফ্রি জিনিসের স্বাদই আলাদা--- Aptana Studio বিঃ দ্রঃ Aptana Studio ওপেন করার পর কিছু নোটিফিকেশান আসবে চোখ বন্ধ করে ওকে দিয়ে দিবেন --- এরপর বাম পাশের Project Explorer অপশন এ ক্লিক করবেন---আর কিছু বলার নাই—এর পর যা করার আপনি নিজেই কইরেন----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.