আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । লীগ বিএনপি কিংবা হেফাজতী গোণার টাইম নাই। এখন দেশের রাজনৈতিক যে পারস্হিতি তাতে গণতন্ত্রের চাকাগুলান পুরোমাত্রায় কনফিউজড। তাই সে এক্সিলারেটরে চাপা দিয়া সামনে যাইবো না ব্যাক গিয়ার দিয়া পিছে নিবো তাই সে বুঝতে অপারগ।
এমতাবস্হায় দলীয় নয়, ব্যক্তিগত পরিচয়টাই মুখ্য মনে করতেসি।
দল যেইটাই ক্ষমতায় আসুক, ভালো মানের লোকগুলার উপর ভর কইরাই আসুক। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর যেইটার প্রতি দৃষ্টিপাত করা লাগবো নেইটা হইল নমিনেশন।
আগামী নির্বাচনে সবদলের কাছ থেইকাই ভালো মানের প্রার্থীর নমিনেশন চাই।
অন্ততঃ দেশের আমপাবলিকের যেন একদল চোর থেইকা বাইছা না নিতে হয়, কোন চোরটা একটু কমসম খায়।
নইলে যে দলই আসুক আমাগো পরিস্হিতি যাহা লাউ তাহাই কদু হইয়া আটকাইয়া রইবো। এইবার ক্ষ্যামা চাই মা জননীদ্বয়। একটু শান্তিতে দম ফালাইতে দ্যান......... । ।
।
। সা। ত। কা। হ।
ন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।