not now
এইবার সাধারণ জ্ঞান এ আর একটি প্রশ্ন যোগ করুণ, যারা ছোট্ট সোনামনিদের জ্ঞান ভান্ডার বাড়ানোর দায়িত্বে আছেন, অথবা যারা বিসি এস দিবেন।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় গাছের নাম কি???
"বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আমগাছ। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বন আইন-২০১০ (সংশোধন) নিয়ে আলোচনা হয়। আগে বনসংক্রান্ত অপরাধের শাস্তি ছিল ছয় মাস । এখন তা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। এছাড়া গাছ কাটার জরিমানা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। সংশোধিত আইনে বনের ভূমি ইজারা নিষিদ্ধ করা হয়।
প্রেস সচিব জানান, বনাঞ্চল রক্ষায় যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী জানিয়েছেন তার সবই করা হবে। তিনি বন রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন। "
সুত্রঃ - প্রথমালো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।