আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর জেলার শালনা মৃত্যুপুরী হয়ে উঠছে

সবাইকে শুভেচ্ছা... এক মাসে ৪৮ জন খুন, গত সপ্তাহে ১৩টি লাশ উদ্ধার রতনপুর স্টেশন যেতে শালনার মীরেরগাঁও গ্রামের রেল লাইনের পাশ থেকে প্রায় প্রতিদিনই অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে। গত এক মাসে ছিনতাইয়ের পর ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যা করা হয়েছে ৪৮ জনকে। গত রাতেও কালিয়াকৈরে রতনপুর রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে ছিল। নিহতদের মধ্যে ব্যবসায়ী, অটোরিকশা চালক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার কয়েকজনের পরিচয় মিলেছে।

অন্যদের অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছে। এতগুলো হত্যাকাণ্ড হলেও একটি ছাড়া অন্যগুলোর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। পরিচয়হীন লাশগুলো গাজীপুর পৌরসভার কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে নিয়মানুযায়ী তাদের ছবি তুলে রেখেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এসব ঘটনায় ট্রেন যাত্রীরা আতঙ্কে ভুগছে।

.... কেবল গাজীপুর জেলায় নয়, গোটা বাংলাদেশকে শালনা বানানোর লক্ষ্যে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.