গার্মেন্টস মালিক ও বাড়িওয়ালারা আছে মহাআনন্দে ।প্রার্থীরা এখন নিরুপায় হয়ে ধরছে গার্মেন্টস মালিককে ।কারণ প্রতি গার্মেন্টেসে ১০০০-৫০০০ ম্রকি কাজ করে। মালিক যেভাবে বলবে ম্রমিক সেভাবে ভোট দিবে!! অন্যদিকে বাড়িওয়ালারা ও বলছে অনুরূপ প্রতিম্রুতি। যেমন-আমার বাড়িতে বাড়াটিয়া আছে ...টি। মোট ভোটার ১০০টি। একটা সময় গ্রামের ময় মুরুব্বিরা যেবাবে বলতেন ভোটাররা সেভাবে ভোট দিতেন।এখন তো মানুষ নিজেকেই মানে নিজের মনকেই নিয়ন্ত্রন করতে পারে না। হাজার হাজার ভোটারকে কি নিয়ন্ত্রন করা সম্ভব!!! তাছাড়া সব প্রার্থীই ঘুরে ফিরে একই গার্মেন্টেসে বা বাড়ির মালিকের কাছে যাচ্ছে। বাড়িওয়ালা বলছে এই মার্কায় ভোট দেও, গার্মেন্টস মালিক বলছে অন্য এক মার্কায়, বেচারা শ্রমিকের মনও কি চাচ্ছে না নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।