আমাদের কথা খুঁজে নিন

   

আমরা গাজীপুর বাসী------আসুন এক হই।

গাজীপুর-- রাজধানী ঢাকার পাশেই একটি শহর। দেশের উত্তরান্ধলের প্রবেশপথ । স্বাধীনতার স্তম্ব জাগ্রত চৌরঙ্গী আবস্থিত এই শহরে। দেশের অন্যতম ব্যস্ততম ও পুরাতন বড় বাজার টঙ্গী বাজার এই শহরেই। বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এই শহরেই।

রাজধানী ঢাকার কর্মজীবি মানুষের একটা বিশাল অংশ বাস করে এই শহরেই। সর্বেপুরী রাজধানী ঢাকার পরেই ঢাকার পাশেই গাজীপুর জেলার গুরুত্ব অনেক। আমি আমরা অনেকেই এই ছোট্র শহরের বাসীন্দা। কিন্তু আমরা কেমন আছি? কিভাবে যাচ্ছে আমাদের দিন? কিভাবে আসছি আমরা রাজধানী ঢাকায়? রাজধানীর পাশের একটি শহর হলেও আজ গাজীপুরের আবস্থা ভয়াবহ। যাতায়াতে মানুষের বিরক্তি এসে গেছে।

টঙ্গী থেকে শুরু করে পুরো গাজীপুর জেলার রাস্তা আজ চলাচলের যোগ্যতা হারিয়ে গেছে। জাগ্রত চৌরঙ্গীর চৌরাস্তার অবস্থা আরো ভয়াবহ। ভয়াবহ যানযট এশহরের মানুষের নিকট এখন নিত্যদিনের ঘটনা। যেখানে রাজধানী ঢাকায় ফ্লাই ওভারের পর ফ্লাই ওভার করছে সরকার সেখানে জেলার সবকটি আসনে সরকারদলীয় এমপি থাকা সত্বেও ৭ থেকে ৮ বছরের মত সময়ে রাস্তার কাজ হয়টি ইকটুও। আমরা হাপিয়ে উঠেছি।

আর পারছি না্। আসুন আমরা গাজীপুর বাসী একতাবদ্ব হই। আমরা আমাদের অধিকার আদায়ে সচেষ্ট হই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.