বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতরের পরে নেয়া হবে।
সম্প্রতি সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
বুয়েটে প্রতিবছর সবার আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর এখনো পরীক্ষা তারিখ ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ। অথচ দেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
শিক্ষক সমিতির আন্দোলনের কারনে মূলত বুয়েটে অস্থিরতা দেখা দেয়।
শিক্ষ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে আন্দোলন বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর সমিতি আন্দোলন স্থগিত করে।
এ কারনে বুয়েটে সেশনজটের কারনে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে সংশিষ্টরা ধারনা করছেন।
উলেখ্য, বুয়েটের ভিসি অধ্যপক ড. এসএম নজর“ল ইসলাম ও প্রো-ভিসি অধ্যাপক ড. হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে গত ৭ এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক সমিতি। সর্বশেষ হাইকোর্টের চাপের মুখে তারা আন্দোলন স্থগিত করতে বাধ্য হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।