সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর আমাদের দেশে নগর ও অঞ্চল পরিকল্পনার ধারণা খুব বেশি দিনের নয়। এখনও অনেকেই ভালোভাবে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। মূলত পরিকল্পনা প্রতিটি কাজের জন্যই আবশ্যক। তেমনই একটি শহর পরিকল্পনা ছাড়া চলতে পারে না। নগর ও অঞ্চল পরিকল্পনার মূল বিষয়বস্তু কিন্তু এটিই।
পরিকল্পনার মাধ্যমে একটি শহরের মৌলিক প্রয়োজনীয়তা গুলিকে সামনে রেখে সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের মত বাড়তি সুবিধা গুলি বিবেচনা করে শহরটিকে সুবিন্যস্ত করা হয়। এই উদ্দেশ্য থেকেই উঠে আসে কিছু মৌলিক ধারণা। যেমন,
~রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে কক্ষনই কল-কারখানা থাকবে না,
~শহরের ব্যবসাকেন্দ্র (CBD-Central Business District) ঘনবসতি এলাকায় নয় বরং তার পাশে সুবিধাজনক কোন জায়গায় হবে,
~শহরের রাস্তাগুলি এমন ভাবে বিন্যাস্ত থাকবে যেন সকল প্রয়োজনীয় জায়গা গুলীতে বসতি এলাকা থেকে খুব সহজেই যাওয়া যায়,
~শহরের স্থিতিশীলতা রক্ষায় অবশ্যই ৪০% সবুজ ভূমি (গাছগাছালি, মাঠ ইত্যাদি) থাকতে হবে,
~শহরের মধ্য অবস্থিত জলাধার গুলি কখনই ভরাট করা যাবে না .....ইত্যাদি..ইত্যাদি।
অথচ আমাদের দেশে নগরায়নের ক্ষেত্রে উপরোক্ত প্রায় সবগুলি নিয়মকেই বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এমনকি এখনও হচ্ছে। উন্নত দেশগুলিতে যা আইন আকারে নিয়ন্ত্রণ করা হয়।
সে সব দেশে প্ল্যানিং কমিশন খুবই স্ট্রিক্ট। অথচ আমাদের দেশে প্ল্যানের ইমপ্লিমেন্টের সময় রাজনীতিবিদের সিদ্ধান্তই যথেষ্ট। তাই আমাদের দেশের সবচেয়ে নামকরা পরিকল্পনাবিদ হচ্ছে রাজনীতিবিদেরা। যাইহোক আমার মতে দেশের এহেন পরিস্থিতিতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে এখন দুইটি অপশনই খোলা আছে। এক: হয় প্ল্যানারদের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনার পক্ষে জনমত তৈরি করে তা রাজনীতিবিদ দের খাওয়াতে হবে সেজন্য প্ল্যানারদের পলিটিকাল এ্যপ্রোচে চরম পারদর্শী হতে হবে।
দুই: নতুবা ভবিষ্যৎ রাজনীতিবিদ দের নগর ও অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিগ্রী আবশ্যক করে দিতে হবে...। তাতে যদি কিছু হয়। সেজন্য সমাজে একজন সৎ এবং সুদক্ষ পরিকল্পনাবিদের কাজ এবং গুরুত্ব অনেক বেশি।
(লেখটি নিতান্তই আমার অবচেতন মন থেকে তুলে ধরা। একটি শিশু যেমন জন্মের পর অবচেতনভাবে তার মাতৃভাষা শেখে তেমনি আমাদের দেশের দুর্নীতি এবং অনিয়ম অবচেতনভাবেই সে অবলোকন করে।
তাই আমি লেখাতে কোন উদাহরণ তুলে ধরিনি। কারণ আমার বিশ্বাস যারা চুয়েট ব্লগ পড়ে তারা সবাই বাংলাদেশী...। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।