আমাদের কথা খুঁজে নিন

   

খোলা প্রেমের গল্প - সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. অনার্স জীবনের শুরেতে একটা নিরীহ সুন্দর মেয়ে কে খুব ভালো লাগে । ভালো লাগার কথা প্রথমে বলতে পারি নি। ভালো লাগা থেকে নিরবে ওয়ান সাইডার ভালোবাসার জন্ম হয়। কিন্তু সে ভালোবাসা অঙ্কুরেই পতন হয়। তাই তার সাথে প্রেমশিপ তো হয়নি হলো জম্পেস ফ্রেন্ডশিপ ।

সেই ফ্রেন্ডশিপ সব ফ্রেন্ডের মধ্যে একাকার হয়ে গেল । ফ্রেন্ডশিপের তারুণ্যে বেশ ভালোই কাটে সাড়ে তিনটা বছর। ক্লাস, প্রাইভেট, শিট, দুষ্টামি ,ফাজলামি, বার্থডে পার্টি, এই পার্টি ,সেই পার্টিতে শিক্ষা জীবন যেন আনন্দ আটখানায় পূর্ণ হয় । কারণে অকারণে আমরা ঘুরতে যেতাম , আড্ডা দিতাম, একজন আরেক জনের উপর ভর করতাম । সকালে রুম থেকে বেড় হয়ে রাতে ঘরে ফিরতাম ।

আহা ! কী দিন ছিল সেইসব ! বন্ধু, আড্ডা সেইসব উচ্ছ্বলতাকে এত মিস করি । মিস করতে করতে ভুলেই বসেছে কচুপাতার মতো চনমনে গাঢ় সবুজ দিনগুলোকে, বৃষ্টির মতো সিক্ত ভালোবাসাকে, আলোর মত দীপ্ত বন্ধুত্বের বাঁধনকে। সেই খোলা দিন । খোলা প্রাণ । খোলা ভালোবাসা ।

খোলা -খোলা, খোলা কথা । কারো প্রাণে লাগতো ব্যাথা। আজ সবই যেন খোলাখুলি হয়ে নিরন্তর খোলাপথে খালি হয়ে চলে গেছে দূরে । ব্যস্ত শহরে ঠাস বুনটের ভিরে কারো সাথে দেখা হলে বলে উঠি, “বন্ধু কী খবর বল ? কত দিন দেখা হয় না । ” আবার কোন বন্ধুর সাথে দেখা হলেও কথা হয় না ।

দেখেও না দেখার ভান করা হয় । কত বিচিত্র ঘটনাই না ঘটছে নিত্যদিন । এত কিছুর মধ্যেও আমি তাকে ,তাদেরকে ভুলে থাকার চেষ্টা করেও ভুলে থাকতে পারি না। কেবলি মনে হয় শুধু কী আমিই স্মৃতির বোতাম খুলে স্মৃতির সাগরে ভেসে কাতর হই। না’কি সে-তারাও আমার মত ক্লান্ত হয় ।

খুব জানতে ইচ্ছে করে । আমাদের সেই খোলা জীবনের বন্ধুত্ব ,প্রেম-ভালোবাসার কল্প কথার লম্বা লম্বা গল্প আজ স্বল্প করে বলারও ক্ষেত্র নেই । পৃথিবী তুমি আর কত কঠিন হবে ..? আর কত জটিল হবে ..? ইচ্ছে মত হও । তোমার বিচিত্র রূপ অনুসন্ধানে সচিত্র প্রতিবেদন হয়ে এই চেনা পথে হারিয়ে যাবো। যে পথে সবাই হারিয়ে যায়।

হারিয়ে যেতে হয়.....!!!!!!!!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।