**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** জানিস কি তুই আমার প্রতিটা মুহুর্ত কাটে আজ অভিনয়ের মাঝে,হেসে খেলে, বুঝিস কি তুই অজস্র সুখের আড়ালে কত যে দুঃখ লুকিয়ে আছে, বেদনার রঙটি আজ ছেয়ে গেছে নীল থেকে গাঢ় নীলে ... তাইতো চঞ্চল মন আর খুজেনা তোকে... সময়গুলো যেন থমকে আছে স্থির হয়ে... কাটেনা আর কোন মুহুর্ত, অস্থিরতার মাঝে ... আজ কারও দেয়া কষ্টগুলো আর কাঁদায় না আমায়... কিংবা সুখের ক্ষনগুলোর মাঝে সুখ খুজে হয়না পাওয়া আর...!! আমার নীলাকাশ আজ ছেয়ে গেছে গাড় কালো মেঘে, হারিয়ে গেছে রংধনুর রঙ্গে আঁকা সাতটি রঙ, হাসিগুলো যেন মলিন হয়ে গেছে কোন এক শূন্যতারই মাঝে... চোখের জলগুলো শুকিয়ে মিশে গেছে কোন এক কষ্টের সাগরে হারাতে বসেছি আজ নিজেকে কোন এক অচীন দেশে... হয়ত হারিয়ে যাবো না ফেরার দেশে... হয়তো আর হবেনা পাওয়া তোকে নিজের মত করে... শুধু যতন করে আগলে রাখব প্রিয় স্মৃতিগুলোকে... কিছু কথাঃ খুব কাছের একজন মানুষ তার মনের ভেতর লালন করা কিছু লুকানো কথা বলে নিজেকে হালকা করতে চেয়েছি্ল।জানি না তার সেই চেষ্টা কি সফল হইয়েছিলো নাকি ব্যর্থ হয়েছিলো।কিছু মানুষের মনের ইচ্ছাগুলো আসলে কখনই বাস্তবে রূপ নেয় না। কখনই না। তারা শুধু স্বপ্নকে লালন করতে করতেই তার দিনগুলো বার করে দেয়। ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা স্বপ্নভঙ্গের কষ্টে জর্জরিত হয়ে দিন কাটাচ্ছে!!! ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা আজও স্বপ্ন পূরনের আশায় বুক বেঁধে আছে। ভালো থাকুক সেই প্রিয় মানুষগুলো যারা আর কখনই কোন স্বপ্ন দেখবে না বলে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছে সবশেষে সবাই খুব বেশি ভালো থাকুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।