আমাদের কথা খুঁজে নিন

   

সুসংবাদ! সুসংবাদ!! আমার ছাদে থাই সিডলেস পেয়ারা

আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর একটি পেয়ারা । সুসংবাদই বটে । ২০০৭ সালে নিচের এই থাই সিডলেস পেয়ারা গাছটি আমার ছাদে লাগিয়েছিলাম । এরপর কত সার, কত যত্ন যে এই পাঁচ বছরে করেছি তাতো সহজেই অনুমেয় ।

এই সেই গাছ শুধুই ফুল দিয়েছে এই ৫ বছর । কিন্তু ফলের দেখা নেই । মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমার । ছাদে আমার অন্যান্য গাছ যেখানে একবছরের মধ্যেই ফল দেয় এগাছটি তার ব্যাতিক্রম । কাজেই সিদ্ধান্ত নিলাম বর্ষা শেষেই গাছটি কেটে ফেলব ।

এইতো দুদিন আগে গাছে পানি দিতে গিয়ে চোখে পড়ল নিচের এই ফলটি । আমার চোখকে ফাঁকি দিয়েই এতটুকু বড় হল এতো আর কিছু নয় অনেক সাধনার ধন থাই সিডলেস পেয়ারা । সাথে সাথেই ক্যামেরা নিয়ে কয়েকটি ক্লিক-ক্লিক-ক্লিক । আর অপেক্ষা নয় । ছবি তোলার পরই তুলে আনলাম পেয়ারাটা ।

পরীক্ষা করতে হবে আসলেই সিডলেস কিনা । বাসায় এনে কাটলাম । আমার সাথে আপনারাও দেখে নিন আসলেই সিডলেস কিনা । এতগুলো টুকরোর পরও বীজের দেখা নেই একটা বীজও নাই । সত্যি সিডলেস ।

অন্যান্য যে কোন পেয়ারার চেয়ে মিষ্টিও অনেক বেশী । আশা করি আগামীতে অনেক বেশী পেয়ারা নিজেও খাব, আপনাদেরকেও খাওয়াতে পারব ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।