আমাদের কথা খুঁজে নিন

   

একটি সুসংবাদ

সুসংবাদের যাত্রা শুরু হলো: চাপের মুখে অবশেষে জাতীয় প্রেসক্লাব আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করলো। ছোট হলেও আন্দোলনের আরেকেটি জয়। অন্তত চমৎকার একটি 'শুরু' হয়ে গেল। অভিনন্দন সবাইকে। জাতীয় প্রেসক্লাবের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতি ইসলামির রাজনীতির সাথে সরাসরি জড়িত মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার সদস্যপদ বাতিলের জন্য 'বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন' ও 'ঢাকা সাংবাদিক ইউনিয়ন' এর নেতৃবৃন্দ এবং জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সাংবাদিকবৃন্দ দীর্ঘ দিন যাবত দাবী জানিয়ে আসছিলেন। গত ৫ই ফেব্রুয়ারী থেকে শাহবাগ চত্বরে চলমান গণজাগরণ মঞ্চ থেকে মহাসমাবেশে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কামারুজ্জামান ও কাদের মোল্লার সদস্যপদ বাতিলের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। এর প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের ১৩৮ জন সদস্য সর্বসম্মতি ক্রমে এক যুক্ত বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা পরিষদকে তাদের সদস্যপদ বাতিলের দাবী জানান। জয় বাংলা জয় মাতৃভাষা জয় মানুষ জয় মানবিকতা জয় যূথবদ্ধতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.