আমি জীবনকে ভালবাসি, নিজের ঘর কে ভালবাসি তাই নিজের দেশকেও ভালবাসি
হয়তো আজই ঠিক পেয়ে যাবো একটা লুফে নেয়ার মত সুসংবাদ। একটা কিছু নীল খামে। অনেক দিন পর আজ হয়তো ঠিকই পেয়ে যাবো সেই চিঠি খানি, সেই পাখির শিষ, ফুলের হৃদ্যতা, সেই অঙ্গুলের ছাপ। আজ ঠিকই পেয়ে যাবো একটা কিছু চমৎকার সুখবর, ঘুরিয়ে ঘুরিয়ে নব রেডিওতে শুনি রাজ্যের সব দুর্যোগ মহামারির খবর। একজায়গায় যুদ্ধ থামতে না থামতেই দেখি আক্রান্ত অন্য শহর।
দেখি মারণাস্এ , নিউক্লিয়ার বোনার হুঙ্কার।
আজ তাই আমাকে পেতেই হবে একটা কনো রম্য সুসংবাদ। কারো কাচ থেকে পাই না একটাও কোনো আনন্দ- সংবাদ, একটিও হার্দ্য টেলিফোন............ রোমাষ্ণ্চকর খবর কোনো। এমন সংবাদ পাই না যা কিনা মুহূর্তে ঠিক করে তোলে আরক্তিম গাড় উচ্ছাস। পৃথিবীর সব কিছু পাওয়া যার কাছে তুচ্ছ মনে হয়।
কতকাল আমার জন্য কোথাও একটিও সুসংবাদ নেই খাম খুলে দেখি কাল বিষন্ন অক্ষরগুলো। আবার কলিংবেল বাজিয়ে ও দুঃসংবাদ গরে ঢুকে পরে। আজ তাই যেভাবেই হোক একটা কোনো সুসংবাদ চাই
তুমুল গভীর একটা কোনো উষ্ণ সুসংবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।