আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই তালা উৎসবে যোগ দেই-একটি তালা সর্বস্ব ছবি ব্লগ

যে মুখ নিয়ত পালায়......। । স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন"(প্রথম আলো )। মন্ত্রীর বক্তব্য পড়েই তালা খোঁজাখোঁজি শুরু করে দিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা।

হেলাফেলা করার মত না। ভাবছি ঈদের কয়দিন ফেসবুকে প্রোফাইল পিকচারেও তালা টাঙিয়ে দেব। যাতে জাতি বুঝতে পেরে ফেবু ও সুরক্ষিত। মাননীয় মন্ত্রী ও নিশ্চয়ই খুশি হবেন। তবে মন্ত্রী এমনিতেই ব্যাজার না।

তিনি বলেছেন, "বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই।

" মন্ত্রী র কথা শোনে অবশ্য কেউ কেউ টাশকি খেয়েছে, কেউ অবাক হয়েছেন আর কিছু লোক নিশ্চিত হয়েছেন মন্ত্রী নিয়মিত বিটিভির আট টার বাংলা সংবাদ দেখেন। তবে এসব কোন ব্যাপার না। দেশ আগের চেয়ে ভালো। দ্যাশে কোন সমস্যা নেই। এটাই আসল কথা।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এই সফলতায় দেশ জুড়ে ঈদের সময়ে শুরু হবে তালা উৎসব। আপনি ও সেই উৎসবে যোগ দিতে পারেন। উৎসবে যোগ দিতে হলে কি কি করতে হবেঃ তেমন কিছু ই না। ঈদের কয়দিন ফেসবুক প্রোফাইলে ঝুলিয়ে রাখবেন তালার ছবি। আর মাঝে মাঝে দিবেন তালা যুক্ত স্ট্যাটাস।

যেমনঃ ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আগে তো নিয়ে আয় তালা .......................................(মীর আফসার আলী)... স্বরাষ্ট্রমন্ত্রীর জয় হোক টাইপের স্ট্যাটাস ও দিলে দিতে পারেন। প্রো পিকের জন্য কিছু তালার ছবিঃ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.