আমাদের কথা খুঁজে নিন

   

ফরহাদ মজহার, ‘লোকটি সন্দেহজনক।’ আছে খুনের অভিযোগ

ফরহাদ মজহার বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবি বলেই নানান মহলে স্বীকৃত। প্রতিভাবান এই ব্যক্তির নামে আছে খুনের অভিযোগ। আহমদ ছফার অভিযোগ, ফরহাদ মজহার কবি হুমায়ুন করিবের খুনের সাথে জড়িত । এই ব্যক্তি সম্পর্কে ছফা বলেছিলেন, ‘লোকটি সন্দেহজনক। ’ সময়ের পরিক্রমায় আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন আহমদ ছফা।

কিন্তু রয়ে গেছে তার অম্লান কিছু সৃষ্টি। যা তাঁকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবে আরো অনেক দিন। একই ভাবে ফরহাদ মজহার সম্পর্কে ছফার বলা উক্তিটি আবারো সামনে এসেছে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তাঁর উক্তিটিকে অনেকেই সত্য বলেই মনে করেন। ফরহাদ মজহার যিনি, ছাত্র জীবনে যুক্ত ছিলেন বাম রাজনীতির সাথে।

সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন সংগ্রামী। কিন্তু ছাত্র জীবনের শেষেই পাড়ি জমান পুঁজিবাদের পীঠস্থান আমেরিকা যুক্তরাষ্ট্রে। ছিলেন সেখানে মাত্র! ১০ বছর। এর পর দেশে এসে প্রতিষ্ঠা করেন উবিনিক। এই এনজিও টি ব্যবহার করে অর্জন করেছেন বিপুল অর্থ।

বিয়ে! করেছেন ফরিদা আক্তারকে। যদিও অভিযোগ আছে তারা বিয়ে করেননি। লিভ টুগেদার করেন মাত্র। এ কথায় ঠিক. তিনি স্বঘোষিত ‘নাস্তিক’। কিন্তু এককিছুর পরও ফরহাদ মজহার আজও ইসলামী যোদ্ধাদের নিকট অকি পছন্দনীয়।

তাদের মতে, এক সময়ের বাম কর্মী আজ ইসলামের পতাকা উর্দ্ধে তুলে ধরেছেন। ফলে ফরহাদ মজহারের জনপ্রিয়তা এই গোষ্ঠীটির নিকট দিনকে দিন বেড়েই চলেছে। ফরহাদ মজহারের জন্য কোন গালি বা মার্কা নির্ধারণ করা যায় না। তবে এ কথা বলা যায়, তিনি এমন এক জন ব্যক্তি যে নিজের স্বার্থে সবই করতে পারেন। এমন কি খুনও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।