আমি একজন লেখক
শান্ত নদীর মতোই যে তাঁর চলা
সব মানুষে ভালোবাসেন
সকলে তাঁর কাছে আসেন
ভালো লাগে তাঁরই কথা বলা।
লিখেন তিনি সব মানুষের জন্যে
মানুষ তিনি শান্ত যে খুব
ভালোবাসেন থাকতে যে চুপ
কিন্তু তাঁহার কলম থাকে হন্যে।
নামটি তাঁহার যাক না নেয়া জেনে
নামটি হলো ফরহাদ খাঁ
নয় পন্থী ডান ও বাঁ
এই কথাটি সকলে নেয় মেনে।
=======================================================
(ছড়াটি জুলাই ২০১০ ইং-এ লেখা। তাঁকে নিয়ে লেখা এ ছড়াটি কোন মিডিয়াতে প্রকাশের আগেই প্রিয় ফরহাদ খাঁ আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন!)।
=======================================================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।