আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি + ডঃ ইউনুস, হতেও পারে আমাদের সাফল্যের চাবিকাঠি!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই ড. ইউনূসকে দেশের শাসনভারের সাথে যুক্ত করা হলে আমাদের কী কী উপকার হবে? অনেক অনেক উপকার হবে, যেমন, -একজন বিশ্বমানের ব্যাক্তিত্ব হিসাবে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে, আমাদের ব্র‌্যান্ডিং ও ফেসভ্যালু বাড়াতে পারবে। -পোর্ট আর ট্রানজিট নিয়ে ওনার সুনিদৃষ্ট প্ল্যান আছে সুতরাং দেশের যোগাযোগ - অর্থনীতি এবং আমদানী-রপ্তানীতে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করতে পারবে। -বিশ্বের শীর্ষ কিছু দেশের সাথে নানা রকম দ্বিপাক্ষিক চুক্তি'র মাধ্যমে আমাদের বাজার প্রসারিত করতে পারবে। -নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমানের তুলনায় মিনিমাম দুইগুন বৃদ্ধি পাবে। -একজন শিক্ষিত মানুষ হিসেবে ভোটের নোংরা রাজনীতি থেকে জাতি'র ফোকাস সরিয়ে উন্নয়নের রাজনীতি চালু করতে পারবে।

-প্রবাসীদের সবচেয়ে বেশি লাভ হবে, নতুন কর্মসংস্থান এবং তাদের ইমেজ ভাল হবে। সর্বপরী, ডঃ ইউনুসের রাজনীতি বা সরকারে আগমন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আর এই টার্ণটাই আমাদের জন্য সবচেয়ে ভাল হবে। ----------------------------------------------- বিএনপি প্র‌্যাগম্যাটিক এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। দলটা ভবিষ্যতমুখী এবং উন্নয়নের রাজনীতি করে।

ডঃ ইউনুস উন্নয়নের পরীক্ষিত রূপকার। বাস্তববাদী ভদ্রলোক। এদের রসায়নটা খুবই পজেটিভ। অনেকটা মেড ফর ইচ আদার! আমার মতে, বিএনপি'র এবং ডঃ ইউনুস উভয়েরই উচিত দেশের স্বার্থে একতাবদ্ধ হওয়া। দারিদ্রমুক্ত ভবিষ্যত বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনে বিএনপি'র সাথে থেকে ডঃ ইউনুস'কে দেখা গেলে সেটা হবে যার পর নাই চমৎকার একটা ব্যাপার! তিনি বিএনপি'তে যোগদান না করতে পারলেও, আলোচনার মাধ্যমে বিএনপি'ও পারে তাকে দেশের উন্নতি'র লক্ষ্যে কিছু দায়িত্ব নেয়ার আহ্বান করতে।

যেমন, ডঃ ইউনুস'কে পররাষ্ট্রমন্ত্রীত্ব দেয়া যেতে পারে। বা প্রেসিডেন্ট বানানো যেতে পারে। ডঃ ইউনুসকে রাষ্ট্রযন্ত্রে যুক্ত করলে সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে মানুষের কনসেপ্ট বদলে যাবে এবং সবদিক থেকে বিষয়টা ইতিবাচক হবে। ------------------------------------------------ বিএনপি কোন এক কুসংস্কারাচ্ছান্ন দল না, এই দলের নেতা-কর্মী বা সমর্থকরা প্রতিহিংসাপরায়ন বা সেচ্ছাচারী অথবা গোয়াড় না। ডঃ ইউনুসের প্রতি শুরু থেকেই যাথাযত সন্মান প্রদর্শন করেই আসছে তারা।

এবং আসল কথা হলো, বিএনপি নিজ ব্যাক্তিত্ব ও দলের চেয়ে বেশি কেয়ার করে দেশের স্বার্থ, ডঃ ইউনুস যদি বিএনপি'তে যথাযত সন্মানের সাথে যোগ দেয় তাহলে দেশের গ্রামীন জনসংখ্যা এবং নারী ও তরুন সমাজের ভেতর নতুন এক জোয়াড় আসবে এবং অবশ্যই মিডিয়া এ ক্ষেত্রে বিএনপি'র প্রতি পূর্বের তুলনায় কম বিমাতাসুলভ আচরন করবে। মানুষ আবার নতুন দিনের স্বপ্ন দেখবে। ----------------------------------------------- সুতরাং, দেশের ও দশের এবং মূলত তরুনদের কথা ভেবে সবার স্বার্থে বিএনপি এবং ডঃ ইউনুস উভয়েরই উচিত হবে তাদের মাঝে সম্পর্কের কোন মেলবন্ধন তৈরী করা যায় কি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.