বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী! আজকে তোমার মন ভেঙে যাক ঘূর্ণিঝড়ে আজকে ভূমিকম্পে কাপুক সর্ব শরীর জীর্ণতরীর যাত্রীরা সব মাঝনদীতে ঢেউয়ের দোলায় তটস্থ হোক সবাই জানুক আমিই তোমার ধূর্ত প্রেমিক-শঠ প্রতারক! তোমার উরুয় হোক সুনামি আমার শ্বাসে দীর্ঘশ্বাসে যাক উড়ে সব স্মৃতির ধূলো কয়েনগুলো খুচরো হয়ে মেঝের উপর পড়তে থাকুক ঝনঝনিয়ে সবাই জানুক আমিই কেবল তুষ্ট ছিলাম তোমায় নিয়ে! আজকে তোমার খোপায় বসুক প্রজাপতি তোমার শাড়ির আঁচল ছিঁড়ুক মাতাল হরিণ সমস্ত ঋন উজাড় করে পাহাড়ী ঢল তোমার দেহে বন্যা আনুক আরেকটিবার তোমার গায়ের গোপন তিলের সব অধিকার একলা আমার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।