কবি হতে চেয়েছিলাম... আজ ৯ আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস হওয়ার কারণে এই দিন আর দশটা দিনের চেয়ে আলাদা মাহাত্ম্য বহন করে। আমাদের দেশে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না। কারণ সরকারের বিবেচনায় এদেশে আলাদা করে কোনো আদিবাসী নেই। আর আদিবাসী বলতে গেলে বাঙালিদেরই বলতে হবে।
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে উপজাতি পর্যন্ত স্বীকৃতি দিতে প্রস্তুত আমাদের সরকার। তবে এ স্বীকৃতিতে সন্তুষ্ট নন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রতিনিধিরা। এ ভূ-খন্ডের আদিবাসী- এমন সাংবিধানিক স্বীকৃতি চান তারা। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আদিবাসী না উপজাতি-এ প্রশ্নে সরকারের ভেতরেও রয়েছে টানাপড়েন। আর এ বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে দেশের নৃগোষ্ঠীগুলোর আরো অনেক মৌলিক প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।