উজ্জল জ্যোৎস্নায় নক্ষত্রের আকাশ কতকাল হতে আলো হয়ে জ্বলে আছে চাঁদ রাত জেগে জেগে ধানের ক্ষেতের ধারে দেখেছি চেয়ে হাজার বছর আগের এই সব গ্রামে শিমুল ফুলের গ্রাম দাঁড়িয়ে আছে এখনো ধূসর ডানা মেলে তুমি যদি আস এই জ্যোৎস্না ভেজা রাতে রূপালী নদীটির তীরে, জারুল গাছটির ছায়ায় কতকাল হতে কেঁদেছ বুঝি অবুঝ কুমার। আর যাব না ও পথে যাব না, ওপথেই যন্ত্রনা সে পথে পাখিরা উড়ে না বাতাস বহে না, বনফুল ফুটেনা নীরবে কেঁদে উঠে অবুঝ ললনা সে পথে আমি আর যাব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।