আমাদের কথা খুঁজে নিন

   

যখন-ই অবুঝ হই

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

সময়ের মাপজোকে কিছু স্বপ্ন মাটি হয়ে যায় বেঁচে থেকে জ্বলি ফের জ্বলে উঠি, এগিয়ে চলি দিনের দগ্ধানিতে প্রতিনিয়ত আমরা খাঁটি হয়ে যাই। ঘুমের নৌকায় পাড়ি দিই রাতের সাগর সে-ও এক মৃত্যু অনুভব ঢেউ হয়ে দোলা দেয় সম্ভব-অসম্ভব সারা বিশ্ব হয়ে যায় ছোট্ট এক ঘর। দিন-রাত সবখানে তুমি হয়ে থাকে একজন মুখে মধুর হাসি বুকে বাজায় বাঁশী চেতন-অবচেতনে তার কত আলাপন! আমারও এগিয়ে চলা তেমনই একজনের সাথে কখনও কাছে আসে দূরে গিয়ে হাসে কখনও-বা হাত রাখে অবুঝের হাতে। যখনই অবুঝ হই বুঝে নিও সবুজ হয়ে আছি তোমার ভাব-অনুভবে স্বপ্নের কাছাকাছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।