অবুঝ
ভালোবাসা পানির কল নয় যে,
ইচ্ছে মত খুলবে আর বন্ধ করবে
যখন হৃদয় কথাবলে
কান পেতে শুনলেই বুঝবে
সে কোন শর্ত মানে না
জানকত চাওয়া কি যাবেনা
কি অপরাধে এমন সাজা হলো?
যে ছিল সমস্ত অস্তিত্যে
কেন সে দূরে ঠেলে দিল
তোমায় বুঝায় এমন সাধ্য আমার নাই
প্রগাবন মানুষ তুমি
রাজ্যের সব কিছু বোঝ তুমি
শুধু বোঝনা আমার কষ্ট
প্রতিক্ষায় দিন কেটে যায়
নতুন সূর্য আশা জাগাই মনে
এই বুঝি এলে তুমি
সব অভিমান ভুলে
কেন হয় না এমন
বলতে পারো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।