আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। আজ ৮ আগস্ট সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালন ও এবাদত-বন্দেগির জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে দেশে তিনি ১০ দিন থাকবেন।
বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী সচিব মো. সুরতুজ্জামান, ব্যক্তিগত চিত্রগ্রাহক মো. নূরুদ্দিন নূরু, বেগম খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং তার ছেলে খালেদা জিয়ার সঙ্গী হবেন।
শবে কদরের পরে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৫ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব যান ও ২৪ জুন ২০১২ রোববার সৌদি সময় সকাল সাড়ে দশটায় বেগম খালেদা জিয়া সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে তার রিয়াদ কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন। খালেদা জিয়া সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট (আকামা) সমস্যা দূর করা ও বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার অনুরোধ জানান। প্রিন্স সালমান এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
যার ফলাফল সৌদি আরব ২০ লাখ লোক ফেরত পাঠায়। লিঙ্ক
আপনার প্রতি অনুরোধ রইল এবার আর দেশের জ্ন্য কোনো তদবির কইরেন না।
তাতে দেশের লাভ না হয়ে ক্ষ্তি হয়।
সবার দোয়া কাজে লাগে না।
রাজাকার বাচানোর জন্য দোয়া করতাছেন করেন, আর নিজের সন্তানদের হেদায়াতের জ্ন্য দোয়া করেন।
এবার মাঝ রাতে অবৈধ পন্য নিয়ে চেক ছারা পার হৈইন না। এটাই দেশবাসীর অনুরোধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।