সময়ের ব্যভিচারে কেমন বদলে গিয়েছে সব, কৃষ্ণচূড়া তবু সেজে আছে। দুরন্ত কিশোরী বারিধারায় তবু নাচে। শুধু নেই কেন যেন সেই পুরনো কলরব। অবসর সময়-বিলাস পলকের মত, আসি আসি বলে আবার চলেও যায়। ক্লান্ত দুচরণের শ্রান্তি কোথায়? চলছে-চলছে টিকে থাকাই যেন মন্ত্র। তবুও স্বপ্ন-সাধের বেঁচে থাকা। আসবে হয়তো নেয়ামত শুভ্র মেঘের ফাঁকে, কালো মেঘের আকাশ তাই থাকি ভরসাতে। ভালোবাসা বুঝি সব আছে যত্ন করে রাখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।