দীর্ঘদিন সামু ব্লগের বাইরে, শুধু সামু না বলতে পারেন সকল প্রকার সোস্যাল নেটওয়ার্কের বাইরে। না, কোন অভিমান, অনুযোগ কোন কিছুই নয়; ভালো লাগে না তাই সোস্যাল নেটওয়ার্ক থেকে নিরাপদ দুরত্বে রয়েছি। কিন্তু আজ হঠাৎ সকলের খবর নিতে ইচ্ছা হওয়ায় আবার ও একবার ঢুঁ মারলাম একসময়ের নিত্য সঙ্গি সামুতে।
কেমন আছেন সবাই?
এবার আসি মূল কথায়, অনেকদিন পরে ঢাকা শহরে বিচরন করছি থাকতে হবে ১৪ তারিখ পর্যন্ত। আর খুলনা ফিরব ১৫ সকালে, কিন্তু বিধিবাম! টিকেট সমস্যা।
তাই পুরাতন একটা পরিকল্পনা পুনরায় মঞ্চস্থ করতে চলেছি।
কেউ চাইলে সহযাত্রী হতে পারেন।
১৫ তারিখ সকাল সাতটার মধ্যে গুলিস্তান হাজির হবো।
৭:১৫ এর মধ্যে লোকাল বাসে মাওয়া যাবো, আশা করি ৮:৩০ এর মধ্যে মাওয়া ঘাটে থাকব।
সেখান থেকে লঞ্চ/স্পিডবোটে নদী পার হবো, স্পীড বোটে ২৫ মিনিট আর লঞ্চে ১ ঘন্টা সময় লাগে।
পার হয়ে হেটে হেটে (১ কি:মি অথবা ভ্যানে মাইক্রোবাস স্ট্যান্ড।
মাইক্রোবাসে করে খুলনার উদ্দেশ্যে রওনা হবো, এতে সময় লাগে মাত্র ২:১৫ মিনিট।
সব মিলিয়ে বেলা ১২ টার মধ্যে খুলনা।
কি দরকার ভাই ফেরিঘাটের জ্যাম দেখার আর বাসের টিকেটের জন্য মরিয়া হওয়ার!
সংবিধিবদ্ধ সতর্কীকরন: বেশী লাগেজ থাকলে ভ্রমণে মজা না পেলে তার দায় দায়িত্ব লাগেজ মালিকের।
সঙ্গি হতে চাইলে এখনই বুকিং দিতে পারেন ই-মেইলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।